Advertisement
Advertisement

Breaking News

Bhangar

পরিত্যক্ত গাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ, চাঞ্চল্য ভাঙড়ে

নিখোঁজ গাড়ির চালকও।

Car stained in blood found abandoned in Bhangar, probe ordered
Published by: Subhamay Mandal
  • Posted:March 23, 2019 2:57 pm
  • Updated:March 24, 2019 8:27 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রক্তাক্ত গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। শনিবার ভাঙড়ের কাশীপুর থানার কৃষ্ণমাটি খালপাড় এলাকার ঘটনা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি সাদা ট্যাক্সি পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় ট্যাক্সির গেট খুলে উঁকি মারতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়ির মধ্যে রক্তের ছোপ ছোপ দাগের পাশাপাশি একাধিক মদের বোতল পড়ে রয়েছে। ঘটনার পর কাশীপুর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। নিখোঁজ গাড়ির চালকও।

আরও পড়ুন: বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ, সায়ন্তন বসুর বিরোধিতায় পোস্টার বসিরহাটে

Advertisement

এদিকে ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে শুরু করেছে ওই এলাকায়। খবর পেয়ে ওই গাড়ির চালকের পরিবারও ঘটনাস্থলে আসে। গাড়িচালক বাবলু সিংয়ের দাদা সুরজ সিংয়ের দাবি, এই এলাকা থেকে তাঁদের বাড়িতে একটা ফোন যায়। সেই ফোন মারফত তাঁরা জানতে পারেন, তাঁদের গাড়ি এখানে পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এই এলাকায় আসেন। ঘটনার পর থেকে তাঁরা নিজেরাও আতঙ্কিত। কারণ হিসেবে বলছেন, ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না গাড়িচালক অর্থাৎ সুরজ সিংয়ের দাদা বাবলু সিংকে। তাঁদের দাবি, সোনাগাছির ১৮ নম্বর ওয়ার্ড থেকে কয়েকজন যাত্রী এই ট্যাক্সি ভাড়া করেছিল। তারাই এই এলাকায় নিয়ে এসে মারধর করে বাবলু সিংকে। ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না চালক বাবলু সিংকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দুই ঘণ্টা পর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবি: বিশ্বজিৎ নস্কর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement