শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গেল পর্যটকদের গাড়ি। শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে গাড়িটি যাচ্ছিল। সেবকের কোরোনেশন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত গাড়ির চালক বা ড্রাইভার, কারওরই খোঁজ মেলেনি। তল্লাশি শুরু করেছে সেবক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি হিমালয়ান ট্রাভেলসে্র। শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে সিকিমের দিকে যাচ্ছিল গাড়িটি। সেবকের কোরোনেশন ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় গাড়িটি। গাড়িতে মোট তিন জন ছিলেন। তার মধ্যে দু’জন পর্যটক। একজন গাড়িচালক। তিনি শিলিগুড়ির ভানুনগরের বাসিন্দা। নাম রাকেশ রাই। কারওরই কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সেবক থানার পুলিশ। ওই তিনজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের সঙ্গে তল্লাশি শুরু করেছে দমকলও।
[ আরও পড়ুন: রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ? ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির ]
এদিকে উত্তরবঙ্গে এখন প্রবল বর্ষণ চলছে। গত ৪৮ ঘণ্টা টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও। দার্জিলিং, মালদহে ভারী বৃষ্টি চলবে আগামী চারদিন। বৃষ্টির জন্য এলাকায় বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ধসের ফলে কার্শিয়ংয়ে ব্যাহত হয়েছে টয়ট্রেন পরিষেবা। তিনধরিয়া ও পাগলাঝোরাতেও নেমেছে ধস। বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও। এছাড়া রবিবার রাত থেকে সিকিমের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
বস্তুত, চলতি বছর শুরু থেকেই উত্তরের প্রতি সদয় বর্ষা। প্রবল বর্ষণে তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। এছাড়া হিমালয়েও এখন বৃষ্টি শুরু হয়েছে। ফলে সেখানকার জলও তিস্তা-সহ অন্য নদীগুলি দিয়ে নেমে আসছে। ফলে জলস্তর বাড়ছে তিস্তার। ফলে তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার করতেও সমস্যা দেখা দিয়েছে।
[ আরও পড়ুন: কাটমানি বিক্ষোভে পুলিশের সামনেই বোমাবাজি বীরভূমে, অভিযানে উদ্ধার প্রচুর বোমা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.