Advertisement
Advertisement

Breaking News

লাইনচ্যুত ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত একাধিক

ঘটনার তদন্তের নির্দেশ রেলমন্ত্রী সুরেশ প্রভুর৷

Capital Express derailed Alipurduar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 8:45 am
  • Updated:December 8, 2016 6:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা৷ এবার লাইনচ্যুত রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস৷ ঘটনায় দুই যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে৷ আহত কমপক্ষে ৩৪ জন৷ আলিপুরদুয়ারের শামুখতলা রোড স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা৷

মঙ্গলবার রাত ন’টার পর যখন এই ঘটনা ঘটে, সেই সময় বিহার থেকে অসমগামী ওই ট্রেনে  অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে৷ আচমকা ট্রেনের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় রেলের উদ্ধারকারী দল৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকি যাত্রীদের নিরাপদে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে৷

Advertisement

রেলসূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সলগ্ন কামরাটিই লাইনচ্যুত করা হয়েছে৷ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেস প্রভু৷ সাসপেন্ড করা হয়েছে চালক সহ তিন রেলকর্মীকে৷ প্রসঙ্গত, কয়েক দিন আগেই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয়েছিল ইন্দোর-পাটনা এক্সপ্রেস৷ সেই দুর্ঘটনায় প্রায় দেড়শো যাত্রী প্রাণ হারিয়েছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement