ফাইল ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: আবাস যোজনার টাকায় মদ খাওয়ার আর্জি! স্ত্রী সায় না দিতে রাগে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিলেন যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা লালমনি গাজি। তাঁর স্বামী শওকত গাজি। অভিযোগ, শওকত কোনওদিনই বিশেষ কাজ কর্ম করেন না। উলটে দিনভর স্ত্রীর কাছে টাকা দাবি করতেন তিনি। না দিলে তুঙ্গে উঠত অশান্তি। এসবের মাঝেই সম্প্রতি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন লালমনি। কয়েকদিন আগে প্রথম দফার ৬০ হাজার টাকা ঢোকে তাঁর অ্যাকাউন্টে। এতেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, খবর পেয়েই মদের জন্য টাকার দাবি করেন শওকত। স্বাভাবিকভাবেই সেই টাকা দিতে রাজি হননি মহিলা।
মধ্যরাতে আচমকা প্রতিবেশীরা দেখেন, দাউদাউ করে জ্বলছে ওই যুবকের বাড়ি। খবর দেওয়া হয় দমকল ও থানায়। কিন্তু হদিশ মেলেনি শওকতের। তাঁর স্ত্রীর অভিযোগ,মদের টাকা না পেয়ে রাগে শওকত নিজেই বাড়িতে আগুন লাগিয়েছেন। তারপর উধাও হয়ে গিয়েছে। অভিযুক্তের স্ত্রীর অভিযোগ, শওকত বরাবার টাকার জন্য চাপ দিত তাঁকে। না দিলে চলত মারধর। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে শওকতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.