Advertisement
Advertisement

Breaking News

রাতে রেললাইনে বসে গল্প! ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনা নাকি অন্যকিছু?

Canning: Two dead in a rail accident

প্রতীকী ছবি

Published by: Shammi Ara Huda
  • Posted:October 22, 2018 9:00 am
  • Updated:October 22, 2018 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অমৃতসর রেলদুর্ঘটনার ক্ষত এখনও টাটকা। এরমধ্যেই ফের রেলে কাটা পড়ে মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের একজনের পরিচয় জানা গিয়েছে। নাম প্রতীক মণ্ডল(১৮)। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের পিয়ালি স্টেশনে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, পিয়ালি স্টেশনের কাছে রেললাইনে বসে গল্প করছিলেন দুই যুবক ও এক তরুণী। সেই সময় আচমকাই চলে আসে ডাউন ঘুটিয়ারি শরিফ লোকাল।  ট্রেনে কাটা পড়েন দুই জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার পর থেকেই দুই যুবকের সঙ্গে থাকা তরুণীর কোনও খোঁজ মিলছে না। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু তানিয়ে ধন্দে পুলিশ। দুর্ঘটনার পরই বেশকিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাত কেন রেল ট্র্যাকে বসে তিনজন গল্প করছিলেন। মৃতেরা স্থানীয় বাসিন্দা। তাহলে  ট্রেনের সময়সূচি সম্পর্কে কেন তাঁরা কিছুই জানতেন না?  তাহলে কী দুই যুবক অপ্রকৃতিস্থ ছিলেন?  উত্তর খুঁজছে পুলিশ। সেই সঙ্গে অন্তরালে চলে যাওয়া তরুণীর পরিচয় জানার চেষ্টাও হচ্ছে।

Advertisement

[প্রেমের টানে কানাডার তরুণী কালনায়, টিনের ঘরে বিদেশি বউ দেখতে ভিড়]

উল্লেখ্য, পুজোর মধ্যেই ভয়াবহ রেল দুর্ঘটনায় অমৃতসরে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। রাবণ বধের পালা চলছিল। রেল ট্র্যাকেই দাঁড়িয়ে ছিল প্রচুর মানুষ। আচমকাই ডিএমইউ ট্রেন চলে আসে সেই রেল ট্র্যাকে। তৎক্ষণাৎ রেলে কাটা পড়ে একসঙ্গে একাধিক জনের মৃত্যু হয়। রাবণের ভূমিকায় যিনি অভিনয় করছিলেন, তিনিও দুর্ঘটনায় প্রাণ হারান। এই ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে। চালকের দাবি, বারবার হর্ন বাজালেও তা শুনতে পায়নি ট্র্যাকের উপরে দাঁড়িয়ে থাকা জনতা। উৎসবের আমেজে তাঁরা বুঁদ হয়েছিলেন। সেই সঙ্গে কাঁসর, ঘণ্টার আওয়াজে চাপা পড়ে গিয়েছিল হর্নের শব্দ। এরমধ্যেই পিয়ালিতে রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[দোকানে মদের আসর, প্রতিবাদ করে দেওরের হাতে আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement