Advertisement
Advertisement
Canning

ছেলের বেশে মেয়েদের সঙ্গে প্রেম! প্রস্তাব প্রত্যাখানে ‘অ্যাসিড হামলা’র হুমকি, গ্রেপ্তার নাবালিকা

সোশাল মিডিয়ায় বন্ধুত্বের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতেছিল ওই ছাত্রী।

Canning teenager arrests for allegedly threatens some school girls

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 19, 2024 8:43 pm
  • Updated:April 19, 2024 8:43 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আদতে সে মেয়ে। কিন্তু সবসময় থাকত ছেলের বেশে। ছেলে সেজেই মেয়েদের প্রেম নিবেদন করত। প্রতিনিয়ত ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের সামনেই তাকে দেখা যেত। ছেলেদের বেশে মেয়েদের সঙ্গে গল্প করত। কখনও কখনও সমবয়সি মেয়েদের জুটিয়ে নিয়ে কেক কাটতে চলে যেত কয়েক কিলোমিটার দূরের মাতলা ব্রিজের উপরে। আর প্রেমে প্রত্যাখ্যান হলেই সেই তরুণীর কপালে জুটত অ্যাসিড হামলার হুমকি। এমনকি মেয়েদের বাড়িতে গিয়েও মাঝে মধ্যে শাসিয়ে এসেছে সেই নাবালিকা। এই অভিযোগে এক নাবালিকাকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ।

অভিযোগ, বেশ কয়েক মাস যাবৎ ওই নাবালিকা ছেলেদের পোশাকেই এলাকায় ঘোরাফেরা করত। মূলত ১৪-১৫ বছর বয়সি নাবালিকাদের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ রাখত। সেখানে আদি দাস নামেই নিজেকে পরিচয় দিত। সামাজিক মাধ্যম থেকেই একাধিক নাবালিকার সঙ্গে যোগাযোগ রেখে সম্পর্ক তৈরি করত। অবশেষে সম্পর্ক তৈরি হয় ক্যানিংয়ের গার্লস স্কুল পাড়ার এক অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে। পরিবারের লোকজনের জানাজানি হতেই ওই ছাত্রটিকে আদির সঙ্গে মিশতে বাধা দেয়। তখনই বাড়িতে ধাওয়া করে সে। অ্যাসিড হামলার হুমকি দেয় বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]

শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন নাবালিকার সঙ্গে একই ব্যবহার করেছে বলে অভিযোগ পরিবারের লোকজনের। ক্যানিং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। বেশ কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ক্যানিং থানার পুলিশ। গ্রেপ্তারের পর তার মেডিক্যাল টেস্টের সময় জানা যায় আদি আদতে একজন নাবালিকা। মেয়ে হওয়া সত্ত্বে কেন সে নাবালিকাদের সঙ্গে প্রেমের অভিনয় করত? আর কেনই বা অ্যাসিড হামলার হুমকি দিত, তা স্পষ্ট নয়। এর নেপথ্যে পাচারচক্রের কোনও যোগসাজশ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা হবে বলেই আশা। যদিও ধৃত নাবালিকার কথাবার্তায় যথেষ্ট অসংগতি রয়েছে বলেই দাবি তদন্তকারীদের।

[আরও পড়ুন: বিজেপি নেতাকে গ্রেপ্তারিতে ‘ইন্ধন’, ভেটাগুড়িতে রণংদেহী মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement