Advertisement
Advertisement

Breaking News

পরকীয়ায় লিপ্ত স্ত্রী, খোঁজে গিয়ে প্রেমিকের কোদালের কোপে আক্রান্ত স্বামী

ক্যানিংয়ে চাঞ্চল্য।

Canning: Man allegedly stabbed by wife’s lover
Published by: Shammi Ara Huda
  • Posted:September 9, 2018 4:00 pm
  • Updated:September 9, 2018 4:00 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পরকীয়ায় লিপ্ত স্ত্রী। প্রেমিকের কাছে স্ত্রীর খোঁজ করতে গিয়ে আক্রান্ত স্বামী। আহত ব্যক্তির নাম পরীক্ষিত হালদার। অভিযোগ, তাঁর মাথায় কোদালের কোপ মেরেছে স্ত্রীর প্রেমিক বলাই মণ্ডল। গুরুতর আহত অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা এলাকায়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বলাই মণ্ডলের সঙ্গে প্রেম করছেন পরীক্ষিতবাবুর স্ত্রী। লোকমুখে প্রায়ই এই খবর তাঁর কানে আসত। বছর খানেক আগে এনিয়ে দম্পতির মধ্যে সামান্য বচসাও হয়। তারপর থেকে পরীক্ষিতবাবুর স্ত্রী বাড়ি ছাড়া। লোকমুখে তিনি জেনেছেন, প্রেমিক বলাই মণ্ডল তাঁর স্ত্রীকে অন্যত্র ঘর ভাড়া নিয়ে রেখেছে। বলা বাহুল্য, স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিবেশী যুবক বলাইও বাড়ি ছেড়েছে। এদিকে শুক্রবার রাতে আচমকাই বলাই বাড়ি ফেরে। গ্রামে এনিয়ে গুঞ্জন শুরু হয়। পরীক্ষিতবাবুর কানেও খবরটি যায়। স্ত্রীর বিষয়ে একটা বিহিত করার জন্য রবিবার সকালে বলাইয়ের বাড়িতে যান তিনি। অভিযোগ, সেখানে গিয়ে স্ত্রীর প্রসঙ্গ তুলতেই বলাই তেড়ে আসে। উঠোনে কোদাল রাখা ছিল। সেটা তুলে নিয়েই এলোপাথাড়ি কোপ মারতে থাকে পরীক্ষিত হালদারের মাথায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা হইহল্লা শুরু করলে পালানোর চেষ্টা করে বলাই। তবে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। খবর দেওয়া হয় ক্যানিং থানায়। ইতিমধ্যে তড়িঘড়ি আহত পরীক্ষিতবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাতের জেরে তাঁর মাথা ফেটে গিয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বলাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

Advertisement

[মদের আসরে রক্তারক্তি কাণ্ড, ব্যাংক কর্মীদের বিরুদ্ধে থানায় বাড়ির মালিক]

এই ঘটনায় প্রতিবেশীরা বলাইয়ের পরিবারকে দুষছেন। এহেন পরকীয়ার ঘটনায় এলাকায় ঢিঢি পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement