সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটের উত্তাপ বাড়ছে। তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। দফায়-দফায় প্রার্থীদের নাম সামনে আনছে বিজেপি। কমবেশি ১৯২ আসনের প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বামেরাও। কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তালিকার অপেক্ষা ছিল। রবিবার অবশেষে ২০ আসনের প্রার্থীর নাম জানাল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। আর সেই তালিকায় ভাইজানের দল নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি প্রমাণের আপ্রাণ চেষ্টা করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।
বাঁকুড়া (১২) |
কেন্দ্র |
প্রার্থী |
রাইপুর |
মিলন মান্ডি |
পূর্ব মেদিনীপুর (১৬) |
কেন্দ্র |
প্রার্থী |
মহিষাদল |
বিক্রম চট্টোপাধ্যায় |
পশ্চিম মেদিনীপুর (১৫) |
কেন্দ্র |
প্রার্থী |
চন্দ্রকোনা |
গৌরাঙ্গ দাস |
দক্ষিণ ২৪ পরগনা (৩১) |
কেন্দ্র |
প্রার্থী |
কুলপি |
সিরাজউদ্দিন গাজি |
মন্দিরবাজার |
ড. সঞ্চয় সরকার |
মেটিয়াবুরুজ |
নুরুজ্জামান |
হাওড়া (১৬) |
কেন্দ্র |
প্রার্থী |
জগৎবল্লভপুর |
শেখ সাব্বির আহমেদ |
পাঁচলা |
মহম্মদ জলিল |
উলুবেড়িয়া পূর্ব |
আব্বাসউদ্দিন খান |
হুগলি (১৮) |
কেন্দ্র |
প্রার্থী |
হরিপাল |
সিমল সোরেন |
খানাকুল |
ফয়জল খান |
নদিয়া (১৭) |
কেন্দ্র |
প্রার্থী |
রানাঘাট উত্তর-পূর্ব |
দীনেশচন্দ্র বিশ্বাস |
কৃষ্ণগঞ্জ |
অনুপ মণ্ডল |
চাপড়া |
কাঞ্চন মৈত্র |
কলকাতা (১১) |
কেন্দ্র |
প্রার্থী |
এন্টালি |
ড. মহম্মদ ইকবাল আলম |
উত্তর ২৪ পরগনা (৩৩) |
কেন্দ্র |
প্রার্থী |
বসিরহাট উত্তর |
পীরজাদা বাইজিন আমিন |
সন্দেশখালি |
বরুণ মাহাতো |
অশোকনগর |
তাপস চক্রবর্তী |
আমডাঙা |
জামাল উদ্দিন |
পশ্চিম বর্ধমান (৯) |
কেন্দ্র |
প্রার্থী |
আসানসোল উত্তর |
মহম্মদ মোস্তাকিম |