নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সদ্যই ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে। আসন্ন লোকসভায় সেই ব্যবস্থা করা যাবে কি না, তা নিয়েও সংশয় কাজ করছে তাঁদের মধ্যে। পরিকাঠামোগত বদল করে তা করা সম্ভব না হলে, যেসব ইভিএম ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে, তাতে ভিভিপ্যাট সংযুক্তিকরণ আবশ্যক বলেও দাবি তুলেছেন কংগ্রেস, এনসি নেতারা। কিন্তু এই ভিভিপ্যাট সম্পর্কে কতটা সচেতন আমজনতা? সাধারণ ভোটাররা কি জানেন নিজের ভোট সুরক্ষিত করতে এর প্রয়োজনীয়তা কতখানি?
তাঁদের ওয়াকিবহাল করতে এবার বনগাঁ মহকুমা প্রশাসন বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করেছে। সোমবার থেকে শুরু হবে ১৫ দিনের কর্মশালা। মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায় নিজে বোঝাবেন ভিভিপ্যাটের কার্যকারিতা। তাঁর কথায়, ‘ব্যালট যন্ত্রে একজন ভোটার বোতাম টিপে ভোট দেওয়ার পরে ভিভিপ্যাটের উপর প্রার্থীর নাম ও প্রতীক ফুটে উঠবে। সাত সেকেন্ড ধরে সেটি দেখা যাবে এবং এরপর ভোটের ওই কাগজটি যন্ত্রের মধ্যে পড়ে যাবে। এতেই ভোটার নিশ্চিত হতে পারবেন, তাঁর ভোটটি যথাস্থানেই পড়েছে।’
[ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবি, ব্রিগেডের পর তৈরি বিশেষ কমিটি]
ইভিএমে কারচুপির অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় বছর খানেক আগে থেকে মেশিনে ভিভিপ্যাট সংযুক্ত করার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেক ইভিএমেই ভিভিপ্যাট নেই। ফলে ভোট কতখানি সুরক্ষিত হল, তা নিয়ে ভোটার মনেও সংশয় থেকেই গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে সেই সন্দেহ দূর হতে পারে বলে আশা প্রকাশ করেছে কমিশন নিজেও। কিন্তু ভিভিপ্যাটের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার কাজও অন্যতম দায়িত্ব। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাই বনগাঁ কেন্দ্রের ১০৯৩ টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ভিভিপ্যাট নিয়ে জনগণকে সচেতন করার কাজ চলবে বলে জানিয়েছেন মহকুমা শাসক৷ এর জন্য মহকুমা শাসকের দপ্তরে একটি বিশেষ রুম খোলা হয়েছে। রুমটি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মহকুমার তিনটি বিডিও অফিস থেকে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সচেতনতা শিবির হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.