Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumdar

‘পুলিশকে সংবিধান শেখাতে এসেছি’, নিশীথের কনভয়ে হামলার ৩দিনের মাথায় কোচবিহারে সুকান্ত

নিশীথ প্রামাণিক এবং মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন সুকান্ত।

Came here to teach constitution to police, says Sukanta Majumdar on Cooch Behar tour । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 28, 2023 2:17 pm
  • Updated:February 28, 2023 5:19 pm  

বিক্রম রায়, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’র তিনদিনের মাথায় কোচবিহারে সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে কোচবিহারে পৌঁছন তিনি। নিশীথ প্রামাণিক এবং মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। তবে তার আগে কোচবিহার স্টেশনে দাঁড়িয়ে পুলিশকে কার্যত হুঙ্কার দেন সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, “দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলা হচ্ছে। আবার গ্রেপ্তার হচ্ছে বিজেপি লোকেরাই। এটাই পশ্চিমবঙ্গের পুলিশ পারে। পুলিশকে সংবিধান মনে করিয়ে দিতেই এখানে আসা। সংবিধান মনে করাব আজ।” তাঁর কর্মসূচিতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হবে না বলেই হুঁশিয়ারি সুকান্তর। তিনি বলেন, “কেউ বাধা সৃষ্টি করলে অতিক্রম করব। বাধা টপকে যাব।”

Advertisement

[আরও পড়ুন: দেশের স্বীকৃতিই নেই, তবু রাষ্ট্রসংঘের বৈঠকে হাজির ‘কৈলাসে’র প্রতিনিধি, বিঁধলেন ভারতকে]

কোচবিহার স্টেশন থেকে সোজা সাহেবগঞ্জে দলীয় কার্যালয়ে যান সুকান্ত। দক্ষিণ কালামাটি এলাকায় দলের আক্রান্ত নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করেন। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিক এবং মিহির গোস্বামী। নানা অভিযোগ জানান আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের পরিবারের লোকজন।

সুকান্ত মজুমদারের কোচবিহার সফরকে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ট্রেনি সভাপতি দিল্লি থেকে শিখে এসে নাটক করছেন।” রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। এই মুহূর্তে মিটিং, মিছিল করে সুকান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলেও দাবি তাঁর।

[আরও পড়ুন: বুধবার থেকে হাওয়া বদল, রাজ্যের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement