Advertisement
Advertisement

Breaking News

নিজস্ব মোবাইল অ্যাপ চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়

হাতের মুঠোয় খোঁজ মিলবে যাবতীয় তথ্যের৷

Calcutta University going to launch it's own mobile app
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2017 4:31 am
  • Updated:October 8, 2019 3:41 pm  

শ্রীষিতা ঘোষ: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত তথ্য ও নির্দেশিকার সুলুকসন্ধান এবার মুঠোফোনেই৷ ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে খুব তাড়াতাড়ি মোবাইল অ্যাপ তৈরি করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এই অ্যাপটির মাধ্যমে নানান তথ্য পড়ুয়াদের কাছে দ্রুত পৌঁছে যাবে বলে জানিয়েছেন উপাচার্য আশুতোষ ঘোষ৷ এই অ্যাপ যেমন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কিংবা গবেষক পড়ুয়াদের সাহায্য করবে, লাভবান হবে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজের ছাত্র-ছাত্রীরাও।

কেন এই মোবাইল অ্যাপ চালুর সিদ্ধান্ত? বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, জারি হওয়া বহু নির্দেশিকা অনেক সময় কলেজগুলিতে সময়মতো পৌঁছয় না৷ এর ফলে চরম বিপাকে পড়তে হয় পড়ুয়াদের। অভিভাবকদেরও হয়রানি কিছু কম হয় না। অ্যাপটি চালু হলে বিশ্ববিদ্যালয় ও পড়ুয়াদের মধ্যে যোগাযোগ আরও সহজতর হবে। ইতিমধ্যেই প্রেসিডেন্সি ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে৷ এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীন কলেজের পড়ুয়ারাও এমন সুবিধা পেতে চলেছে৷

Advertisement

[শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা]

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কর্তৃপক্ষ। শিক্ষাব্যবস্থাকে আরও উন্নতমানের করে তুলতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকীকরণও করা হচ্ছে। প্রাথমিকভাবে সবক’টি ক্যাম্পাস মিলিয়ে পরীক্ষামূলকভাবে ১২-১৪টি শ্রেণিকক্ষকে ‘স্মার্ট ক্লাসরুম’ হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ প্রতিটি ক্যাম্পাসে ন্যূনতম ২-৩টি করে স্মার্ট ক্লাসরুম থাকবে৷ আগামিদিনে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতেও তৈরি করা হবে স্মার্ট ক্লাসরুম৷ প্রতি ক্লাসরুম পিছু খরচ হিসাবে ধরা হয়েছে তিন লক্ষ টাকা। উপাচার্য আশুতোষ ঘোষ এ প্রসঙ্গে জানান, “আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই স্মার্ট ক্লাসরুমগুলি চালু করা সম্ভব হবে৷”

[বেতন বাড়াতে হবে না, ভাল খাবার ও ছুটি চাই: তেজ বাহাদুর]

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হস্টেলে বিনামূল্যে ওয়াইফাই চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ চলতি বছর থেকে এই পরিষেবা চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৭টি হস্টেল রয়েছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইন্টারনেট কমিটির সঙ্গে বৈঠকে বসবে কর্তৃপক্ষ৷ সবদিক খতিয়ে দেখে দ্রুত সবক’টি হস্টেলে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে৷

[সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে ঘরের এই দিকেই রাখুন ক্যালেন্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement