Advertisement
Advertisement

Breaking News

C V Ananda Bose

অশান্তির আশঙ্কা! ভোটের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত রাজ্যপালের

আগামিকাল সকালেই উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল।

C V Ananda Bose will visit Cooch Behar district on thursday
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 17, 2024 2:03 pm
  • Updated:April 17, 2024 4:23 pm  

সুদীপ রায়চৌধুরী: মাঝে মাত্র একদিন। শুক্রবার কোচবিহার-সহ বাংলার তিন আসনে লোকসভা নির্বাচন। ভোট এলে স্বাভাবিকভাবেই কোচবিহারবাসীর কাছে টাটকা হয়ে ওঠে শীতলকুচি (Sitalkuchi) কাণ্ডের স্মৃতি। এবারও তার অন্যথা হয়নি। এই পরিস্থিতিতে সবদিক মাথায় রেখে নির্বাচনের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সূত্রের খবর, আগামিকাল সকালে কোচবিহারের জন্য রওনা হবেন তিনি। ফিরবেন শুক্রবার সন্ধ্যেয়, অর্থাৎ ভোট শেষের পর।

 নির্বাচন মানেই যেন একটা আতঙ্ক। কোচবিহারে এই ভয় আরও খানিকটা বেশি। অনেকের কাছে ভোট দিতে যাওয়া মানেই গুলি খাওয়ার আতঙ্ক! কারণ, শীতলকুচি। ২০২১ সালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড। তার পর কয়েকবছর পেরিয়ে গেলেও ভয় তাড়া করছে সকলকেই। এদিকে কোচবিহার মানেই একদিকে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) অন্যদিকে উদয়ন গুহ। সব মিলিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বাড়তি নজর কোচবিহারের দিকে। অশান্তির আশঙ্কা করে এবার ভোট চলাকালীন কোচবিহারে থাকার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

[আরও পড়ুন: অশান্তির আশঙ্কা, অনুমতি দিয়েও রামনবমী পালনের নির্দেশ প্রত্যাহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]

রাজভবন সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ রওনা দেবেন তিনি। শুক্রবার অর্থাৎ প্রথম দফায় বাংলার তিন আসনে ভোট। তার মধ্যে রযেছে কোচবিহার। জানা গিয়েছে, ভোট চলাকালীন কোচবিহারেই থাকবেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন নিজেই। ভোট মিটলে সন্ধেয় ফিরবেন কলকাতায়। প্রসঙ্গত, বরাবারই রাজ্যের যেপ্রান্তে অশান্তি হয়েছে ছুটে গিয়েছেন রাজ্যপাল। যার ফলে একাধিকবার রাজ্যের তরফে নিশানা করা হয়েছে। তা সত্ত্বেও সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন রাজ্যপাল।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভোটে নিষিদ্ধ করার দাবিতে আবেদন দিল্লি হাই কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement