Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

ক্রমশ চরমে উঠছে রাজ্য-রাজ্যপাত দ্বন্দ্ব।

C V Ananda Bose appointed Kajal Dey as temporary vice chancellor in kanyashree university

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 6, 2023 8:59 am
  • Updated:September 6, 2023 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় রাজ্যপাল। কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করলেন কাজল দে-কে। মঙ্গলবার মধ্যরাতে নিয়োগ নামায় সই করেন রাজ্যপাল। যা স্বাভাবিকভাবেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই চরমে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। রাজ্যের পরামর্শ ছাড়া একের পর এক উপাচার্য নিয়োগ মোটেই ভালভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এ নিয়ে সরব হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সরাসরি রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। তাতেও নিজের অবস্থান থেকে এক বিন্দু সরলেন না রাজ্যপাল। 

Advertisement

[আরও পড়ুন: পুলিশি ঘেরাটোপ সত্ত্বেও ধাবায় অনুব্রতর সঙ্গে দেখা, সেই কৃপাময়কে ফের তলব সিবিআইয়ের]

মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গিয়েছে, প্রথমে রাজ্যপাল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নেন। তারপরই  ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে-কে সেখানকার অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন।

প্রসঙ্গত, একের পর এক রাজ্যপালের এই উপাচার্য নিয়োগের জল আগেই গড়িয়েছিল আদালতে। রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও তাতে হাই কোর্ট সাফ জানায়, উপাচার্য নিয়োগে রাজ্যপালের রাজ্যের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক নয়।  

[আরও পড়ুন: পুলিশি ঘেরাটোপ সত্ত্বেও ধাবায় অনুব্রতর সঙ্গে দেখা, সেই কৃপাময়কে ফের তলব সিবিআইয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement