Advertisement
Advertisement
Raghunath murmu

এবার থেকে রঘুনাথ মুর্মুর জন্মদিনেও রাজ্যে ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের স্বার্থেই এই সিদ্ধান্ত রাজ্যের।

C M declared holiday on Raghunath murmu birthday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2021 2:28 pm
  • Updated:January 19, 2021 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রঘুনাথ মুর্মুর জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে। মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম ১৯০৫ সালের ৫ মে। ভাষাতত্ববিদ, লেখক, নাট্যকার ছাড়া আরও একটি পরিচয় ছিল তাঁর। সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টা ছিলেন তিনি। মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে রঘুনাথ মুর্মুর প্রতিশ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর জন্মদিনে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এর আগে পঞ্চানন বর্মা, বীরসা মুন্ডা, হরিচাঁদ গুরুচাদের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷ 

Advertisement

[আরও পড়ুন:শিক্ষিকার আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি, চুনকালি মাখিয়ে জুতোপেটা অধ্যক্ষকে]

প্রসঙ্গত, মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে এলাকার মানুষদের সমস্যা সমাধানের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশপাশি নজিরবিহীনভাবে আক্রমণ করেন বিজেপি নেতাকে। অভিযোগ করেন, গেরুয়া শিবিরের প্রতিশ্রুতিই সার। বিজেপি ক্ষমতায় এলে আদতে  বাংলার কোনও উন্নতি হবে না। ভোট নিয়ে বাংলা ছাড়বে বিজেপির নেতারা। এরপরই তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান সকলের সামনে তুলে ধরেন তিনি। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী-সহ নানা প্রকল্পের কথা সকলকে মনে করিয়ে দেন। জানান, আগামী দু’দিনের মধ্যে ট্যাব কেনার ১০ হাজার টাকা পেয়ে যাবে পড়ুয়ারা।

[আরও পড়ুন: ‘সুযোগ দিচ্ছেন, ভোট না দিলে বেইমানি হবে’, পুরুলিয়ার মঞ্চ থেকে আরজি শতাব্দীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement