Advertisement
Advertisement

পিকনিক যাওয়ার পথে নয়ানজুলিতে বাস উলটে মৃত ১, আহত ১৫

কোথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?

Bus turns turtle on the way to Picnic, 1 killed, 15 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2017 6:59 am
  • Updated:December 31, 2017 6:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনা। নয়ানজুলিতে বাস উলটে মৃত ১, আহত ১৫। আহতরা ভরতি ডায়মন্ড হারবার হাসপাতালে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগরে।

[ফের মোদির রাজ্যে আক্রান্ত বাঙালি শ্রমিক, পালিয়ে এসে রক্ষা

Advertisement

ইংরেজি বছরের শেষদিন। সকাল সকাল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কামালগাজি থেকে বাস চেপে পিকনিক করতে বেরিয়ে পড়েছিলেন ৩৫ জন। গন্তব্য ছিল রায়চক। কিন্তু, পিকনিকের আনন্দ ম্লান হয়ে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনারই রামনগরের সুখদেবপুর মোড়ে আচমকাই বাসের সামনে চলে আসে একটি ছাগল। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায় নয়ানজুলিতে। একজন কিশোর-সহ আহত ১৬ জন উদ্ধার করে ভরতি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়। হাসপাতাল তরফে জানানো হয়েছে, আহতদের প্রত্যকেরই মাথায় ও কোমরে গুরুতর আঘাত লেগেছে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

[মায়ের পরকীয়া দেখে ফেলাতেই খুন চতুর্থ শ্রেণির পড়ুয়া?]

বস্তুত, রবিবার সকাল থেকে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। সকালবেলা বাসে বা ম্যাটাডোরে চেপে পিকনিক করতে বেরিয়ে পড়েছেন অনেকেই। শহরতলির পিকনিক স্পটগুলিতে তিল ধারণের জায়গা নেই। একই ছবি শহর কলকাতায়ও। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা-সহ শহরের দর্শনীয় স্থানগুলি ভিড় উপচে পড়ছে। আনন্দের এই আবহের ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শোকের ছায়া কামালগাজিতে।

[ফাঁস ‘ভুতুড়ে’ বেগুনকোদরের রহস্য, সামনে এল ভয়ঙ্কর চক্রান্ত]

ছবি-প্রতীকী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement