Advertisement
Advertisement

Breaking News

দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উলটে জখম ১৫ জন পর্যটক

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

Bus turns turtle near Digha
Published by: Sayani Sen
  • Posted:January 11, 2019 2:13 pm
  • Updated:January 11, 2019 2:13 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল একটি বাস৷ দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কাছে৷ এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিকে আটক করেছে পুলিশ৷

আবাসিক স্কুলে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর, কারণ নিয়ে ধোঁয়াশা

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। ঘাটাল থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি বাস৷ ওই বাসটিতে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন৷ তাঁরা প্রায় সকলেই দিঘার সমুদ্র দেখতেই যাচ্ছিলেন৷ মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস পৌঁছনো মাত্রই ঘটে বিপত্তি৷ রাস্তার পাশের গর্তে চাকা পড়ে ওই বাসটির৷ দ্রুত গতিতে আসা ওই বাসটি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারায়৷ উলটে যায় বাসটি৷ বাসে থাকা যাত্রীরা সকলেই কমবেশি জখম হন৷ দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ প্রথমে আহতদের উদ্ধারে হাত লাগান তাঁরা৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরাও৷ গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় একে একে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়৷ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত ১৫ জনের মধ্যে ছ’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ কাঁথি মহকুমা হাসপাতালে আপাতত ভরতি রয়েছেন তাঁরা৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছেন মারিশদা থানার পুলিশ আধিকারিকরা৷

Advertisement

হাসপাতালে ‘বদল’ সদ্যোজাত, কাঠগড়ায় বর্ধমান মেডিক্যাল

মাসখানেক আগেই ঠিক একই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি দিঘাগামী বাস৷ হতাহত হন বেশ কয়েকজন যাত্রী৷ বারবার একই জায়গায় দুর্ঘটনার জেরে চিন্তিত প্রশাসন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একে তো রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল আবার তার উপর চালক গতি নিয়ন্ত্রণও করেন না৷ তার জেরেই একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকছে দইসাই৷ দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ভাবনাচিন্তা করছেন প্রশাসনিক আধিকারিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement