Advertisement
Advertisement

Breaking News

Bus Strike

অবৈধ যানবাহন বন্ধের দাবি, ৩ দিন বাস ধর্মঘট ডায়মন্ড হারবার ও সুন্দরবন এলাকায়

প্রায় হাজার খানেক বাস, মিনিবাস বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা।

Bus, Minibus Association of South 24 Parganas calls for 3 days strike in Diamond Harbour and Sunderban areas | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 4, 2023 11:19 am
  • Updated:September 4, 2023 11:26 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সোমবার থেকে টানা ৩ দিন সুন্দরবন ও ডায়মন্ড হারবার (Diamond Harbour) এলাকার সমস্ত বাস ও মিনিবাস বন্ধের ডাক দিল জয়েন্ট কমিটি অফ বাস অপারেটরস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা শাখা (South 24 Parganas)। অবৈধ যানবহন বন্ধের দাবি-সহ একগুচ্ছ দাবিতে এই বাস ধর্মঘটের (Bus Strike)সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠন। যার জেরে সোমবার সকাল থেকেই নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে। কাজের জন্য পথে বেরিয়ে মিলছে না বাস, মিনিবাস।

Advertisement

ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, রায়দিঘির সঙ্গে কলকাতা যোগাযোগকারী প্রায় হাজারের কাছাকাছি বাস ও মিনিবাস (Minibus) বন্ধ। যার জেরে পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে বলে আশঙ্কা ছিল সাধারণ মানুষের। সোমবার সকালে সেই আশঙ্কাই সত্যি হল। সকাল থেকে রাস্তায় বাস, মিনিবাস অমিল। অন্যান্য যানবাহনে গন্তব্যে পৌঁছতে হিমশিম দশা নিত্যযাত্রীদের। খরচও হচ্ছে বাড়তি। আগামী তিনদিন এই দুর্ভোগ চলবে বলে মনে করছেন যাত্রীরা।

[আরও পড়ুন: টিকিট ছাড়াই যুবভারতীতে ঢোকার চেষ্টা, ডার্বি দেখতে গিয়ে গ্রেপ্তার অন্তত ৮০ সমর্থক]

বাস সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ যানবাহনে যাত্রী পরিবহণ চলছে। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস ও মিনিবাস মালিকদের। বহুবার প্রশাসন ও আরটিওকে (RTO) জানিয়েও কোনও সুরাহা হয়নি। আরটিও অফিসের আধিকারিক শুভাশিস ঘোষ জানান, মাঝেমধ্যেই অবৈধ ছোট যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান তাঁরা। আগামী দিনে তাঁদের দাবি মানা না হলে লাগাতার বাস বন্ধ রেখে আন্দোলন চলবে বলেও সুন্দরবন জেলা বাস-মিনিবাস সংগঠনের সভাপতি রইচ মোল্লা জানান। বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা সোমবার ডায়মন্ড হারবার এসডিও (SDO) অফিসের সামনে অবৈধ যান বন্ধের (Transport) দাবিতে বিক্ষোভও দেখানো হয় বলে জানান তিনি।

[আরও পড়ুন: ব়্যাগিং রুখতে ‘হাতিয়ার’ প্রযুক্তি, এবার স্মার্ট সিকিউরিটি কিট নিয়ে হাজির বঙ্গের ৩ ইঞ্জিনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement