সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে পড়ল নয়ানজুলিতে। আহত অন্তত ২৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামগঙ্গা থেকে নুরপুর যাওয়ার পথে হরিদেবপুরে, রবিবার সন্ধেবেলা। নয়ানজুলিতে উলটে যাওয়া বাস থেকে যাত্রীদের একে একে উদ্ধারের কাজে নেমেছেন স্থানীয় বাসিন্দারাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
রামগঙ্গা থেকে নুরপুর যাচ্ছিল এসডি ১১ রুটের বেসরকারি যাত্রীবোঝাই বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পারুলিয়া উপকূলীয় থানার হরিদেবপুরের কাছে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। জায়গাটি অন্ধকার থাকায় দুর্ঘটনার আগে পর্যন্তও সতর্ক হওয়ার সুযোগ পাননি চালক, এমনই মনে করছেন আশেপাশের বাসিন্দারা। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস চালাতে চালাতেই বোতল থেকে জল খাচ্ছিলেন চালক। তখনই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাছাড়া বাসের গতিও কিছুটা দ্রুত থাকায় এমন দুর্ঘটনার মুখে পড়তে হল।
চালকের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জন্য বড় বিপদ হতে পারত বলেই মনে করছেন সকলে। মৃত্যুর খবর না থাকলেও বাসের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পরপরই বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবরাখবর নেই। তবে দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে।
এর আগে আগস্ট মাসেও কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এভাবেই নয়ানজুলিতে উলটে গিয়েছিল বাস। সেখানেও আহত হন বেশ কয়েকজন। তারপর থেকে এলাকায় পথ নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছিল। কিন্তু রবিবার, ছুটির দিন হওয়ায় এবং রাস্তাঘাটে ভিড়ও কিছুটা কম থাকায় নিয়মের তোয়াক্কা না করে দ্রুতগতিতে বাসটি চলছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চালককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.