নন্দন দত্ত, সিউড়ি: বাসচালককে মাটিতে ফেলে মারধরের অভিযোগ মন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে। তারাপীঠে পুজো দিতে এসে বিতর্কে জড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা। তাঁর নাম শৈলেন্দ্র প্রতাপ সিং। লোকাল বাসের চালককে মারধরে অভিযোগ উঠেছে শৈলেন্দ্র প্রতাপ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে। তবে এ কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে তারাপীঠ। তবে ছবিটা কিছুটা আলাদা ছিল। সেবার বিহারের নগরোন্নয়ন মন্ত্রী সুরেশ কুমার শর্মার দেহরক্ষী-সহ চালক আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মারধর করার অভিযোগ উঠেছিল তারাপীঠের একটি হোটেলের কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বুধবার দুপুরে সপরিবারে তারাপীঠে পুজো দিতে আসেন শৈলেন্দ্র প্রতাপ সিং। তারাপীঠ মন্দির ঢোকার মুখে দ্বারকা নদীর সেতুতেই ঘটে দুর্ঘটনা। সাঁইথিয়া রামপুরহাট গামী একটি বেসরকারি বাসের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। অভিযোগ, গাড়ি থেকে নেমে বাস চালককে বেধড়ক মারধর করেন শৈলেন্দ্র প্রতাপ সিং ও তাঁর দেহরক্ষী। বাসচালক রামপ্রসাদ ভট্টাচার্যকে মাটিতে ফেলে পেটানো হয়। রিভালবারের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। এর জেরে এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় তারাপীঠ থানার পুলিশ। আক্রান্ত চালককে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভরতি করা হয়।
এই ঘটনায় রামপুরহাট-তারাপীঠের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বেসরকারি বাসের চালকরা রাস্তায় নামতে অস্বীকার করেন। প্রায় ঘণ্টা দুয়েক ধরে ওই রুটে যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। আক্রান্ত চালক বলেন, “ রাস্তায় বাসটিকে পাশ দিতে যাওয়ার সময় মন্ত্রীর গাড়িটির সঙ্গে সামান্য ঘসা লাগে। তাতেই আমাকে মাটিতে ফেলে মারধর শুরু করে। মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে।” অন্যদিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা শৈলেন্দ্র প্রতাপ সিং বলেন, “তেমন কিছু হয়নি। সব কিছু মিটে গিয়েছে।” যদিও থানায় এই বিষয়ে লিখিত কোন অভিযোগ হয়নি। বাসের মালিক তারা মিঞা বলেন, “ওঁরা আমাদের অথিতি। তাছাড়া তাঁরা মায়ের কাছে এসেছেন পুজো দিতে। তার জন্য আমরা থানায় কোনও অভিযোগ করিনি।” প্রসঙ্গত, গত জানুয়ারির এক তারিখেই তারাপীঠে পুজো দিতে এসে হেনস্তার শিকার হন বিহারের নগরোন্নয়ন মন্ত্রী সুরেশ কুমার শর্মা। হেনস্তার মুখে পড়েন মন্ত্রীর দেহরক্ষী ও চালক। স্থানীয় এক হোটেলের কর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ। দু’তরফেই থানায় গিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানায়। সে ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ছবি :সুশান্ত পাল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.