Advertisement
Advertisement
গঙ্গাসাগর

কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক ৯ পুণ্যার্থী

এই প্রথমবার গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাবেন পুণ্যার্থীরা।

Bus coming from Gangasagar turns turtle, 9 critical
Published by: Sayani Sen
  • Posted:January 11, 2020 2:21 pm
  • Updated:January 11, 2020 2:21 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের বাস। ওই বাসে চড়ে কচুবেড়িয়া ঘাটে আসছিলেন তাঁরা। সাগরের রুদ্রনগরে আচমকাই বাসটি উলটে যায়। বাসে থাকা ২০-২৫জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা এখনও রুদ্রনগর হাসপাতালে ভরতি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার সকালে গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থীরা। পুজোর পর মুড়িগঙ্গা নদীতে ভেসেল ধরতে স্থানীয় একটি বাসে কচুবেড়িয়া ঘাটে আসছিলেন তাঁরা। বাসটিতে কয়েকজন স্থানীয় বাসিন্দাও ছিলেন। কুড়ি-পঁচিশজন যাত্রী নিয়ে গঙ্গাসাগর থেকে ছেড়েছিল। রুদ্রনগরের কাছে ক্ষুদেগুড়িয়া পোলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই বাসটি রাস্তার পাশের একটি নীচু জমিতে উলটে যায়। তা দেখে ভিড় জমান স্থানীয়দের। প্রাথমিকভাবে তাঁরাই হাত লাগান উদ্ধারকাজে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রুদ্রনগর হাসপাতালে নিয়ে যান। বাসে থাকা যাত্রীদের সকলেই দুর্ঘটনায় জখম হয়েছেন। আহতদের মধ্যে ন’জনের চোট গুরুতর। তাঁরা প্রত্যেকেই রুদ্রনগর হাসপাতালে ভরতি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পিকের পরিকল্পনায় সভাস্থলে অ্যাম্বুল্যান্স ঢোকানো হয়েছিল’, দাবি দিলীপের]

দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিকে উদ্ধারের পর বাজেয়াপ্ত করেছে পুলিশ। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যাস্নান সারতে বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী ভিড় জমান গঙ্গাসাগরে। তাই দুর্ঘটনা সামাল দিতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রথমবার গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাবেন পুণ্যার্থীরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement