Advertisement
Advertisement
দুর্ঘটনা

বিয়েবাড়ির আনন্দে ভাঁটা, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রী বোঝাই বাস

গুরুতর জখম ৭ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

Bus carrying wedding party plunges into pond in Nadia
Published by: Sucheta Sengupta
  • Posted:August 16, 2019 2:06 pm
  • Updated:August 16, 2019 2:07 pm  

পলাশ পাত্র, তেহট্ট: আনন্দের অনুষ্ঠানে শামিল হতে গিয়ে নদিয়ায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল বরযাত্রী বোঝাই বাস৷ জখম হয়েছেন অন্তত ৪০ জন৷ যাদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক৷ তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে মদের ঠেকে ধুন্ধুমার, বাধা দিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে]

বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ পলাশিপাড়া থানা এলাকার খড়ের মাঠের বাসিন্দা সমীরণ রায় বিয়ে করতে যাচ্ছিলেন কালীগঞ্জ থানার চড়চাকুন্দি গ্রামে৷ সেখানকার মিতা সরকারের সঙ্গে তাঁর বিয়ে৷ বরের গাড়ি রওনা হওয়ার খানিকক্ষণ পর একটি বাস নিয়ে ৬৫ জন বরযাত্রী যাচ্ছিলেন চড়চাকুন্দি গ্রামে৷ মাঝপথেই দুর্ঘটনা৷ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে অন্তত ২০ ফুট নিচে পড়ে যায়৷ গাড়ির কিছুটা অংশ পুকুরের মধ্যে ডুবে যায়, বাকিটা জলের উপরেই ছিল৷ তাই খুব বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন সকলে৷ ঘড়িতে তখন ১০টা বেজে গিয়েছে৷

Advertisement

এমন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন তড়িঘড়ি সেখানে গিয়ে উদ্ধার করেন সবাইকে৷ জখম ৪০ জনকে সঙ্গে সঙ্গে বেথুয়াডহরি হাসপাতালে পাঠানো হয়৷ প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়৷ ১২, ১৩ জনের আঘাত একটু বেশি হওয়ায় তাঁদের ভরতি করিয়ে নেওয়া হয়৷ তাঁদের মধ্যেও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

[আরও পড়ুন: এখনই বিয়ে নয়, পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াল কন্যাশ্রী]

বরযাত্রীর গাড়ি যে এমন দুর্ঘটনার মাঝে পড়েছে, তা জানানো হয়নি বরকেই৷ বিয়েতে যাতে কোনওরকম ঝঞ্ঝাট না হয়, তার জন্যই তাঁকে কিছু বলা হয়নি৷ গতকাল তিনি বিয়ে করে আজ সকালে বাড়ি ফিরে সবটা জানতে পারেন৷ গুরুতর আহতদের মধ্যে রয়েছে তাঁর কাকিমা এবং ভাইবোনও৷ এই দুর্ঘটনার জেরে যথারীতি বিয়েবাড়ির আনন্দে অনেকটাই ভাঁটা পড়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement