সম্যক খান, মেদিনীপুর: রবিবার সাতসকালে বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায় যাত্রীবাহী বাসটি। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২২ জন যাত্রী। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহনপুর থেকে একটি যাত্রীবাহী বাস মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সেই সময় দাঁতনের খণ্ডরুই এলাকায় রাস্তার ধারে ঝোপের মধ্যে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনায় যাত্রীরা সকলেই আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে খণ্ডরুই হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানা ও বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের অনুমান, দ্রুত গতিতে থাকা বাসটি খারাপ রাস্তার কারণে উলটে যায়। একই কথা জানাচ্ছেন বাসযাত্রীরাও। তাঁদের বক্তব্য, “বাসটি মোহনপুর থেকেই দ্রুত গতিতে আসছিল। দাঁতন থানার খণ্ডরুই এলাকায় রাস্তা খারাপের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।” সাবিত্রী জানা কুণ্ডু নামে এক যাত্রী বলেন, “রাস্তা এতটাই খারাপ যে ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে পারেননি। একটা বড় গর্ত পাশ কাটিয়ে যাওয়ার পরই উলটে যায় বাসটি।”
দুর্ঘটনার পরই রাস্তার মান প্রশ্ন উঠতে শুরু করেছে। রাস্তা খারাপ থাকলেও কেন তা সারাই করা হয়নি উঠছে সেই প্রশ্নও। দুর্ঘটনার পর দাঁতন দুনম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেখার আলি খারাপ রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.