সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: দুর্ঘটনা এড়াতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার পৌনে চারটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার পিডাব্লুডি মোড় এলাকায়।
[অসমে ‘উদ্বাস্তু’ ৪০ লক্ষ মানুষ, বিপন্নদের পাশে বাঙালি সংগঠনগুলি]
জানা গিয়েছে, এদিন খড়িবাড়ি থেকে একটি বেসরকারি বাস আসছিল পিডাব্লুডি মোড়ের দিকে। একই সময় উলটোদিক থেকে আরও একটি বেসরকারি বাস আসছিল। দু’টি বাসের মধ্যে প্রায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই বাসের চালক। এর জেরেই নিয়ন্ত্রণ হারায় দু’টি বাস। একটি বাস রাস্তার পাশের বাড়ির পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। অন্য বাসটি বিদ্যুতের পোস্টে গিয়ে ধাক্কা দেয়। ঘটনায় অন্তত ২০ জন যাত্রী জখম হন। আহতদের মধ্যে আটজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একটি বাসের চালকও রয়েছে। আহত চালকের নাম প্রদীপ।
[সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে উত্তরবঙ্গ মেডিক্যালের গ্রুপ ডি কর্মী]
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করা হয়। দু’টি বাসে প্রায় ৪০জন যাত্রী ছিলেন। ছিল বেশকিছু স্কুল পড়ুয়াও। তাদের মধ্যে কয়েকজনের আঘাত লেগেছে। তবে সে আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই বাসের মধ্যে সংঘর্ষ হলে আরও বড় ক্ষতি হতে পারতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.