রিন্টু ব্রহ্ম, কালনা: ফের ভিনরাজ্যে বাঙালি যুবকের অস্বাভাবিক মৃত্যু৷ কাজের সন্ধানে তামিলনাড়ু গিয়েছিলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এক যুবক৷ গত মঙ্গলবার সকালে কন্যাকুমারীতে সমুদ্র থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন মৃতের পরিবার৷ ওই যুবকের দেহ ফিরিয়ে আনতেও প্রশাসনই ভরসা তাঁদের৷
[আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের]
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মূলগ্রামের বাসিন্দা হাসিব মল্লিক৷ তাঁর ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে৷ কিন্তু, হাতে টাকা নেই৷ পরিস্থিতি এমনই, যে স্রেফ টাকার অভাবে আপাতত বিয়ে পরিকল্পনা স্থগিত রেখেছেন পরিবারের লোকেরা৷ হাসিব পেশায় কাঠের মিস্ত্রি৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, বোনের বিয়ের টাকা জোগাড় করতে স্থানীয় এক যুবকের সঙ্গে তামিলনাড়ু গিয়েছিলেন বছর ঊনিশের ওই যুবক৷ কন্যাকুমারীতে এক আসবাব প্রস্তুতকারক সংস্থায় কাজও পেয়ে গিয়েছিলেন৷ হাসিব একা নন, মন্তেশ্বর থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন আরও কয়েকজন যুবক৷ মাস চারেক আগে বাকিরা ফিরে এলেও, কন্যাকুমারীতে থেকে গিয়েছিলেন হাসিব৷
পরিবারের লোকের দাবি, রবিবার এক সহকর্মী ফোন করে জানান, সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন হাসিব৷ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে৷ ঘটনার দিন হাসিবের সঙ্গে যাঁরা সমুদ্রে নেমেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ভিন রাজ্যে ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা৷ হাসিব মল্লিকের দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সাহায্য চেয়েছেন তাঁরা৷ ঘটনার তদন্তের দাবিও তুলেছেন৷ পূর্ব বর্ধমান জেলা থেকে ভিন রাজ্যে, বিশেষত দক্ষিণ ভারতে কাজ করতে যান অনেকেই৷ গত কয়েক বছরে কমপক্ষে ৭ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
ছবি: মোহন সাহা
[পায়ে হেঁটে নর্মদার মোহনা থেকে উৎস পরিক্রমা, অসাধ্য সাধনের লক্ষ্যে হৃদয়পুরের চন্দন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.