Advertisement
Advertisement

Breaking News

রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য

তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের৷

Burdwan: Man selling govt scheme bags held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 9:28 am
  • Updated:July 4, 2018 9:28 am  

সৌরভ মাজি, বর্ধমান: লোগোটি তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ লোগোটির মালিকানা কার?  তা নিয়ে একসময়ে বিস্তর জলঘোলা হয়েছিল৷ কিন্তু, ‘বিশ্ববাংলা’ লোগোটি যে রাজ্য সরকারেরই, তা নিয়ে এখন আর কোনও সংশয় নেই৷ অথচ সেই লোগোর উপর বেসরকারি সংস্থার স্টিকার লাগিয়ে রাস্তা ধারে ঢেলে বিক্রি হচ্ছে স্কুলব্যাগ! সরকারি প্রকল্পে ওই ব্যাগগুলি দেওয়া হয়েছিল পড়ুয়াদের৷ স্থানীয়দের সন্দেহ হয়৷ স্টিকার সরাতেই বেরিয়ে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা লোগো। চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের লক্ষ্মীপুরে৷ ৭০টি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর৷

[বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেনে অবৈধ সিট বুকিং রুখতে তৎপর প্রশাসন]

Advertisement

ঘটনা কি ঠিক?  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ধমান শহরের লক্ষ্মীপুরে জলট্যাঙ্কির কাছে ব্যাগ বিক্রি করছিলেন কৈলাশ দাস নামে ব্যক্তি৷ রাস্তার ধারে সাজানো ছিল ব্যাগগুলি৷ কিন্তু, ব্যাগের রঙ ও আকার দেখে সন্দেহ হয় তাঁদের৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি প্রকল্পের সাধারণত বিশেষ রঙের ব্যাগ দেওয়া হয় পড়ুয়াদের৷ নীল রঙের সেই ব্যাগ খোলা বাজারে পাওয়া যায় না৷ অথচ তেমনই ব্যাগ বিক্রি হচ্ছিল৷ এই ব্যাগ তিনি কোথা পেলেন?  সদুত্তর দিতে পারেননি ব্যাগ বিক্রেতা৷ স্থানীয় বাসিন্দারা যথন ব্যাগের উপরের বেসরকারি সংস্থার স্টিকারটি সরান, তখনই চোখে পড়ে বিশ্ববাংলার লোগো ও অশোকস্তম্ভ৷

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লক্ষ্মীপুরে চলে আসেন বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খান৷ তিনিই বর্ধমান থানায় খবর দেন৷ খবর পৌঁছয় স্কুল শিক্ষা দপ্তরেও৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যাগ বিক্রেতা কৈলাশ দাস জানিয়েছেন, আগে জামা-কাপড় ফেরি করতেন তিনি৷ সম্প্রতি তাঁকে ওই ব্যাগগুলি দিয়ে ১৫০ টাকায় মজুরিতে বিক্রি করতে বলেছিল মুকেশ রাউত নামে এক ব্যক্তি৷ সরকারি লোগোর বিষয়ে কিছুই জানেন না৷ ওই ব্যাগ বিক্রেতার কাছ থেকে ৭০টি ব্যাগ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর৷

ছবি: মুকলেশুর রহমান

[আদ্রা ডিভিশনের অতন্দ্র প্রহরী, ‘বেতন’ বাড়ল উইলিয়াম-টাইটানদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement