Advertisement
Advertisement

মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি

জন্মদিনের ভোজ খেয়ে খুশি পথশিশুরা।

Burdwan: Couple feeds street children on daughter's b'day
Published by: Monishankar Choudhury
  • Posted:August 10, 2018 11:00 am
  • Updated:August 10, 2018 11:00 am  

সৌরব মাজি, বর্ধমান: মেয়ের জন্মদিনে স্টেশন চত্বরে থাকা পথশিশু ও দুঃস্থদের ভূরিভোজ করালেন এক দম্পতি। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান স্টেশনে ৮ নম্বর প্ল্যাটফর্মে ভোজসভার আয়োজন করা হয়েছিল। ছিল ভাত, আলুপোস্ত, ডাল, মাছ, মাংস, চাটনি, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। পাত পেড়ে চেটেপুটে খেল পথশিশুরা। বর্ধমান শহরের ২ নম্বর ইছলাবাদের বাসিন্দা বিষ্ণুজ্যোতি পাল ও তাঁর স্ত্রী মানালি পাল গত তিন বছর ধরে মেয়ে সোনার জন্মদিন পালনটা অন্যভাবে করছেন। যদিও এই দম্পতি বিদেশে থাকেন। এবছরও পরিবারের আত্মীয়দের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা।

[আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক ও বধূ, এক দড়িতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা]

Advertisement

এই দম্পতি আগে বাড়িতেই মেয়ের জন্মদিন পালন করতেন। বছর দুয়েক আগে তাঁরা ঠিক করেন পথশিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেবেন। সেই শুরু। তাঁদের কথায়, আত্মীয় পরিজনরা সারাবছরই কোনও না কোনও অনুষ্ঠানে ভাল খাবার খেতে পারেন। বা নিজেদের বাড়িতেও তাঁরা তা খেতে পারেন। কিন্তু এই সব পথশিশু বা প্ল্যাটফর্মেই যাঁরা দিন কাটান ভাল খাবার দূরের কথা প্রতিদিন তাঁদের অনেকেরই খাবারও জোটে না। তাই তাদের মুখে হাসি ফোটাতে এই অন্যভাবে জন্মদিন পালনের উদ্যোগ নেন তাঁরা। সেই শুরু। গত বছরও তাঁরা এইভাবে মেয়ের জন্মদিনটা পথশিশুদের মুখে ভাল খাবার তুলে দিয়েছিলেন। এদিন জন্মদিনের ভোজ খেয়ে খুশি রানা, বাদশা, মিতা, রীতারা। সকলেই পথশিশু। দিনরাত তাদের কাটে স্টেশন ও সংলগ্ন এলাকাতেই। তাদের খাবার প্রতিদিন জোটে না। এদিন ভোজ খেয়ে খুব খুব খুশি তারা। এদিন প্রায় আড়াইশো জন জন্মদিনের ভোজ খেয়েছেন এখানে।

ছবি: মুকলেসুর রহমান

[গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে রাজ্যের মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement