Advertisement
Advertisement

থানায় ডেকে নগ্ন ছবি তুলেছে পুলিশ! অপমানে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রের

শোরগোল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।

Burdwan; cops allegedly click nude photo Of two youth at police station
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 2, 2018 6:52 pm
  • Updated:November 2, 2018 6:52 pm  

সৌরভ মাজি, বর্ধমান: স্থানীয় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ। দুই যুবককে থানায় ডেকে গোপনাঙ্গে বিছুটি পাতার রস ঘসে দিলেন পুলিশকর্মীরা! শুধু তাই নয়, তাদের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেওয়ায় হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের লোকেদের দাবি, মহিলাকে উত্ত্যক্ত করার জন্য পাড়া-প্রতিবেশীরা কটুক্তি করছিলেন। তার উপর পুলিশকর্মীদের এমন আচরণে আত্মহত্যার চেষ্টা করে ওই দুই কলেজ ছাত্র। তবে বরাতজোরে প্রাণে গিয়েছে তারা। ঘটনার শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উখরিদ গ্রামে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

[স্কুলে চাকরি দেওয়ার নামে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণার অভিযোগ]

Advertisement

অভিযোগকারিণী ওই মহিলা খণ্ডঘোষের উখরিদ গ্রামেরই বাসিন্দা। গত মঙ্গলবার থানায় একটি মৌখিক অভিযোগ জানান তিনি। ওই মহিলার দাবি, গত কয়েক ধরে তাঁকে উত্ত্যক্ত করছে গ্রামের চারজন যুবক। এমনকী, চোর অপবাদ দিয়ে সংসারে অশান্তি তৈরির চেষ্টা করছে তারা। পুলিশের কাছে ওই চারজনকে সতর্ক করে দেওয়ার আরজি জানান ওই গৃহবধূ। এরপরই অভিযুক্তদের খণ্ডঘোষ থানায় ডেকে পাঠান ওসি। পরিবারের লোকেদের অভিযোগ, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয় ওই চারজনকে। মারধর করে গোপনাঙ্গে বিছুটি পাতা ঘসে দেওয়া হয়। এমনকী, তাদের নগ্ন ছবিও তুলে রাখেন পুলিশকর্মীরা। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতে সময় লাগেনি। থানা থেকে ফেরার পর ওই চারজনকে কটূক্তি করেন পাড়া প্রতিবেশীরা। অপমানে একজন গলা দড়ি দিয়ে আর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি পরিবারের। তবে ঘটনাটি চোখে পড়া যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে দু’জনই। একজন ভরতি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শোরগোল পড়ে দিয়েছে খণ্ডঘোষের উখরিদ গ্রামে।

ঘটনার উচ্চ পর্যায়ের ত্দন্তের নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ওই ওই দুই ছাত্রের মেডিক্যাল রিপোর্ট ও ইনজুরি রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কোনও গাফিলতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদিও ওই দুই যুবককে হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

[ প্রেম পরিণতি পাবে না জেনে আত্মঘাতী কিশোর-কিশোরী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement