Advertisement
Advertisement

Breaking News

Bullet found from lock of TMC leader's shop

তৃণমূল নেতার ছেলের বন্ধ দোকানের তালায় ঝুলছে গুলি! সন্ত্রাস ছড়ানোর চেষ্টা?

কে বা কারা গুলি ঝুলিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Bullet found from lock of TMC leader's shop । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2023 3:34 pm
  • Updated:September 25, 2023 4:50 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: তৃণমূল নেতার ছেলের বন্ধ দোকানের তালার সঙ্গে ঝুলছে গুলি! জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকিরহাট বাজারে জোর শোরগোল। কে বা কারা গুলি ঝুলিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

জলপাইগুড়ির রাজগঞ্জের মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের দেমদেমার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায়। ওই এলাকায় তাঁর ছেলের একটি দোকান রয়েছে। সোমবার সকালে দোকান খুলতে আসেন তৃণমূল নেতা। তিনি দেখেন বন্ধ দরজার তালার ঝুলছে একটি গুলি। কেউ তালার সঙ্গে ওই গুলিটি বেঁধে দিয়ে গিয়েছে। রীতিমতো হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায়। পুলিশ ওই গুলিটিকে বাজেয়াপ্ত করেছে।

Advertisement

[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: সম্পত্তির রিপোর্টে তাজ্জব বিচারপতি, তলব ইডি-সিবিআই কর্তাদের]

তবে এই প্রথমবার নয়। পঞ্চায়েত নির্বাচনী আবহে এক তৃণমূল কর্মীর বাড়ির উঠোনে গুলি ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা। কে বা কারা ওই গুলি ফেলে গেল, তা এখনও স্পষ্ট নয়। তারই মাঝে এলাকায় ফের গুলি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তৃণমূল নেতা সুভাষ রায়ের দাবি, শান্ত এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘নওশাদ শুধু জঙ্গি নয়, ওদের নায়ক’, বিস্ফোরক শওকত মোল্লা, পালটা জবাব ISF বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement