প্রতীকী ছবি।
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাস পূর্ণিমার সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল চার নাবালক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার বিড়লাপুর ১ ফটক জেটিঘাটে। উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলার দল। এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া য়ায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিড়লাপুর জুটমিল কোয়ার্টারের বাসিন্দা চার নাবালক গঙ্গায় স্নান করতে যায়। জলে নেমে তাদের মধ্যে একজন স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তা দেখে বাকি তিনজন তাকে বাঁচাতে যায়। কিন্তু তাল সামলাতে না পেরে প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে। নিখোঁজ ওই চার নাবালকের মধ্যে দিপুকুমার শা, বয়স ১৬ বছর ও পিন্টুকুমার শা, বয়স ১৪ বছর সম্পর্কে দাদা-ভাই। তলিয়ে যাওয়া বাকি দুজন ১৫ বছরের দীপক মাহাতো ও ১৬ বছরের বিভাসকুমার শা একই এলাকার বাসিন্দা।
নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে পুলিশ, প্রশাসন-সহ দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। এখনও নাবালকদের খোঁজে তল্লাশি চলছে। চার নাবালকের তলিয়ে যাওয়ায় শোকের ছায়া এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.