জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের সোনার চোরাচালান রুখে বড়সড় সাফল্য পেল বিএসএফ! ট্রাকের মধ্যে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সোনার বিস্কুট-সহ ট্রাক চালককে ধরল বিএসএফ ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে ৷
বিএসএফ জানিয়েছে, ট্রাক থেকে ৬০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় সাত কেজি ৷ভারতীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ধৃত ট্রাক চালকের নাম সুরজ মগ। বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়।
গত ৩০ তারিখে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে গিয়েছিলেন ট্রাক চালক। বুধবার রাতে বাংলাদেশে পণ্য খালি করে ভারতে ফিরেছিলেন তিনি। ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ট্রাকটিকে আটক করে। সন্দেহজনক ট্রাকটিতে তল্লাশি চালায় জওয়ানরা। তাঁরা কেবিনের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করে সাদা টেপে মোড়ানো বাক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করে ৷
ধৃত ট্রাক চালক জানান, তাঁকে এক বাংলাদেশি এই বিস্কুটগুলো দিয়েছিল পেট্রাপোলের এক বাসিন্দাকে দেওয়ার জন্য। ধৃত পাচারকারী ও আটক হওয়া সোনাগুলি কলকাতা শুল্কদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.