Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশের অশান্তিতে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা! সীমান্ত সিল, জলপথে অতিরিক্ত নজরদারি বিএসএফের

সীমান্তে অতিরিক্ত সংখ‌্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।

BSF sealed border with Bangladesh amid violence
Published by: Paramita Paul
  • Posted:August 6, 2024 12:42 am
  • Updated:August 6, 2024 9:31 am  

অর্ণব আইচ: বাংলাদেশে প্রবল অশান্তির জেরে বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করল বিএসএফ। নিরাপত্তা বাড়ল সুন্দরবন এলাকায়। নিরাপত্তা খতিয়ে দেখতে সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। একই সঙ্গে পুরো সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করল বিএসএফ। সীমান্তে অতিরিক্ত সংখ‌্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।

বিএসএফের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে অস্থির পরিস্থিতি ও অশান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই দেশের বহু বাসিন্দাও আক্রান্ত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে এক শ্রেণির মানুষ ভারত তথা এই রাজ্য়ে অনুপ্রবেশ করতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরাও। বিএসএফ গোয়েন্দাদের মতে, প্রথমে অনুপ্রবেশ ঠেকানোই অত‌্যন্ত জরুরি। তাই সোমবার দুপুরের মধ্যে পুরো বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়। বিএসএফের সূত্র জানিয়েছে, পুরো বাংলাদেশ সীমান্ত এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। সীমান্ত সুরক্ষার জন‌্য দেশের অন‌্য অঞ্চল থেকেও পূর্বাঞ্চলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। বিশেষ নজর রাখতে শুরু করেছেন বিএসএফ গোয়েন্দারাও। অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা অন‌্য কোনও বস্তু পাচার না হয়, সেদিকেও রাখা হচ্ছে নজর।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে মোদি-জয়শংকর জরুরি বৈঠক, বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী বললেন রাহুল?]

বিএসএফ জানিয়েছে, গত ৩ আগস্ট এসএসবি-র ডিজি দলজিৎ সিং চৌধুরি ডিজি (বিএসএফ)-এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। এদিনই তিনি উত্তর ২৪ পরগনা ও সুন্দরবনের সীমান্ত পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফের অতিরিক্ত ডিজি রবি গান্ধী, দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর প্রতাপ সিং ও অন‌্যান‌্য আধিকারিকরা। বিএসএফের মতে, বাংলাদেশের এই পরিস্থিতিতে স্থলভাগের সীমান্তর উপর নজর দেওয়া তুলনামূলকভাবে সহজ। সেই ক্ষেত্রে নদীপথ ও সমুদ্রপথের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই নদী সীমান্তের পাশে দিনের সঙ্গে সঙ্গে রাতেও অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। তাঁদের হাতে রয়েছে নাইট ভিশন বাইনোকুলার। বিএসএফের দাবি, অন্ধকারেও যাতে নদী সীমান্ত পেরিয়ে কেউ না আসতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সতর্ক করা হচ্ছে ঘাট মালিকদের। নৌকার মাঝিদেরও সতর্ক করা হচ্ছে, যাতে তাঁরা জলসীমা পেরিয়ে বাংলাদেশের দিকে না যান।

বিএসএফ আধিকারিকদের মতে, সুন্দরবনে সমুদ্র ও নদীপথকেও বেছে নিতে পারে অনুপ্রবেশকারীরা। সমুদ্রসীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন ধামাখালি থেকে হেমনগর হয়ে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ ‘টি জংশন’-এ এসে পৌঁছন ডিজি (বিএসএফ) ও অন‌্য বিএসএফ কর্তারা। এখানেই রয়েছে বিএসএফের ভাসমান বর্ডার আউটপোস্ট বা বিওপি। ওই ভাসমান বিওপির উপর থেকেই বিএসএফ কর্তারা সীমান্তের সুরক্ষা খতিয়ে দেখেন। সুন্দরবনের একেকটি প্রান্তে একেকটি ভাসমান বিওপি রয়েছে। বিএসএফ কর্তাদের নির্দেশে এদিন সকাল থেকে সন্ধ‌্যা পর্যন্ত দফায় দফায় প্রত্যেকটি ভাসমান বিওপি থেকে স্পিডবোট করে টহল দিচ্ছেন জওয়ানরা। সুন্দরবনে প্রত্যেকটি জলযানের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।

[আরও পড়ুন: ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ‘আগস্ট-বিপ্লবে’ই দেশ ছাড়লেন মুজিবকন্যা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement