বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিএসএফের (BSF) মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার সীমান্তরক্ষা বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার কোম্পানি কমান্ডার। বুধবার রাতে চাপড়ায় বিএসএফের সীমানগর সেক্টর হেড কোয়ার্টার থেকে অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কমান্ডারের নাম কিতাব সিং। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি বর্ডার আউট পোস্টের দায়িত্বে ছিলেন। বাড়ি হরিয়ানার ভিওয়ানিতে। ১৯ ফেব্রুয়ারি ভোরে ওই বর্ডার আউটপোস্টের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু বিএসএফও।
নির্যাতিতা বিএসএফের ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি রাতে বিএসএফের অভিযুক্ত ইন্সপেক্টর কিতাব সিং ওই মহিলা কনস্টেবলকে ডেকে বিএসএফ ক্যাম্প চত্বরে নির্জন জায়গায় ধর্ষণ করে। পরদিন নির্যাতিতা কনস্টেবলকে সল্টলেকে বিএসএফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তারি পরীক্ষা পর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা নির্যাতিতাকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।
এরপর বিএসএফের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে ওই মহিলা কনস্টেবল ভবানীপুর থানায় গিয়ে ‘জিরো এফআইআর’ দায়ের করেন। পরে সেই এফআইআরের কপি-সহ যাবতীয় নথিপত্র কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার রাতে পুলিশের কাছে গোপন জবানবন্দি দেন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কমান্ডারের এই বছর ফেব্রুয়ারিতে অবসর নেওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.