Advertisement
Advertisement

Breaking News

BSF

বিয়ের তোড়জোড়ের মাঝেই অঘটন, সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

কী কারণে আচমকা এই ঘটনা, শুরু বিভাগীয় তদন্ত।

BSF jawan from Nadia kills self by shooting from service revolver at Gujarat camp | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 21, 2023 9:10 am
  • Updated:November 21, 2023 9:58 am  

সঞ্জিত ঘোষ, নদিয়া: নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ (BSF) জওয়ান।  নদিয়ার শান্তিপুর ব্লকের বাগ আঁচড়ার বাসিন্দা অজয় বিশ্বাস গুজরাটের (Gujarat) বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেখানেই রবিবার তিনি আত্মহত্য়া করেন বলে খবর পান বাড়ির লোকজন। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সোমবার রাতে অজয়ের দেহ পৌঁছয় তাঁর শান্তিপুরের বাড়িতে। বিএসএফ জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে তাঁকে  শেষ শ্রদ্ধা জানানোর পর সৎকার হয় তাঁর দেহ।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  শান্তিপুর (Santipur) ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস বিএসএফ জওয়ান, গুজরাটে কর্মরত ছিলেন।  নদিয়ার হবিবপুরে সম্প্রতি অজয়ের বিয়ে ঠিক হয়েছিল। তার তোড়জোড়ও চলছিল। কিন্তু রবিবার সকাল সাড়ে নটা নাগাদ বাড়িতে খবর আসে যে, অজয় নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে আচমতা নিজেকে এভাবে শেষ করে দিলেন বাংলার এই বিএসএফ জওয়ান, তা অজানা। অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরাও।

Advertisement

[আরও পডুন: কোমরের MRI করিয়ে হাতে এল মাথার রিপোর্ট! প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল]

রবিবার ওই ঘটনার পর সোমবার গভীর রাতে বিএসএফের সহযোগিতায় গুজরাট থেকে শান্তিপুরে অজয়ের দেহ নিয়ে আসা হয়। রাতেই ওই যুবককে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর পর শান্তিপুর মহাশ্মশানে অজয় বিশ্বাসের সৎকার করা হয়। আচমকা এই ঘটনায় বিশ্বাসের পরিবার-সহ বাগআঁচড়া এলাকা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। শোকে থমথমে গ্রাম। 

[আরও পডুন: Jaynagar: থাকবে না রাজনৈতিক রং, দলুয়াখাঁকি গ্রামে ত্রাণ বিলি করতে পারবে বামেরা, অনুমতি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement