ছবি: প্রতীকী
বিক্রম রায়, কোচবিহার: হেনস্তার অভিযোগে কাঠগড়ায় এক বিএসএফ আধিকারিক৷ স্থানীয় এক দম্পতি এবং তাঁদের দুধের শিশুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই জওয়ানের বিরুদ্ধে৷ পালটা ওই দম্পতির বিরুদ্ধে অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে সরব বিএসএফ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে৷ নিগৃহীতই গ্রেপ্তার হওয়ায় ক্ষোভের সুর এলাকাবাসীর গলায়৷ এই ঘটনায় তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতের স্ত্রী৷
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে৷ ওইদিন তুফানগঞ্জ থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা সাহের আলি৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং বছর চারেকের এক শিশু৷ অভিযোগ, চর বালাভূতে তাঁর বাইক আটকান এক বিএসএফ জওয়ান৷ কোনও কথা না বলেই বাইকের সিট খোলার চেষ্টা করেন৷ তল্লাশি চালানোর জন্য সাহেরকে বাইকের সিটও খুলে দিতে বলেন অভিযুক্ত আধিকারিক৷ তবে সাহের বাইকের সিট খুলতে পারেননি৷ তাতেই রেগে যান আধিকারিক৷ অভিযোগ, এরপরই সাহেরকে মারধর করতে শুরু করেন ওই বিএসএফ আধিকারিক৷ জোর করে সাহেরকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় বলেও অভিযোগ৷ প্রতিবাদ করেন সাহেরের স্ত্রী৷ সাহেরের আরও অভিযোগ, মহিলাকেও রেয়াত করেননি ওই বিএসএফ৷ তাঁকেও মারধর করা হয়৷ মারধর করা হয় তাঁদের সাড়ে চার বছরের শিশুকেও৷
মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ এই ঘটনার বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারাও৷ বিএসএফ ক্যাম্পে যান তাঁরা৷ তুফানগঞ্জ থানার পুলিশের সঙ্গেও দেখা করেন৷ পুলিশের সহায়তায় বিএসএফ ক্যাম্প থেকে সাহের আলির স্ত্রী এবং শিশুকে উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকেই৷ প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা৷ তবে সাহেরকে আটকে রাখে বিএসএফ৷ পালটা তার বিরুদ্ধে বিএসএফ অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ তোলে৷ সেই অভিযোগেই সাহেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ গ্রেপ্তারও করা হয়েছে সাহেরকে৷ যদিও বিএসএফের অভিযোগ নস্যাৎ করেছে সাহেরের স্ত্রী৷ তুফানগঞ্জ থানায় বিএসএফের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.