Advertisement
Advertisement
মৃত জওয়ান

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান, চাঞ্চল্য হিলি সীমান্তে

১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান মৃত সাগর গৌড়া।

BSF jawan allegedly commits suicide in near Hili border
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 27, 2019 8:20 pm
  • Updated:March 27, 2019 8:20 pm  

রাজা দাস, বালুরঘাট: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক জওয়ান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের উজাল এলাকায়। মৃত জওয়ানের নাম সাগর গৌড়া (৩১)। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই বিএসএফ জওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্ব ঘুচিয়ে দলের প্রার্থীর পাশে জলুবাবু, কৃষ্ণনগরে পঞ্চমুখী কঠিন লড়াইয়ে কল্যাণ চৌবে]

Advertisement

জানা গিয়েছে, ১৯৯ ব্যাটালিয়নের জওয়ান ছিলেন সাগর গৌড়া। মঙ্গলবার রাতে ভারত-বাংলাদেশের হিলি সীমান্ত সংলগ্ন উজাল এলাকায় কর্তব্যরত ছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ গুলির শব্দ পান ওই জওয়ানের সহকর্মী ও স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন সাগর গৌড়া। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিতৎসকরা ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, নিজের সার্ভিস রিভলভার দিয়েই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।   

খবর পেয়ে, বুধবার ঘটনাস্থলে যান বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের উচ্চপদস্থ আধিকারিকরা। খবর দেওয়া হয়েছে মৃত জওয়ানের বাড়িতে। বিএসএফ আধিকারিক সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন ওই জওয়ান। অনুমান, সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ ও বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের আধিকারিকরা। 

[আরও পড়ুন: বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের]

এবিষয়ে হিলি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বিষয়টি তারা জানতে পেরেছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কী কারণ তা থাকবে তা জানতে ওই জওয়ানের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। তবে গোটা ঘটনা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement