Advertisement
Advertisement
Gold smuggling

বনগাঁ সীমান্তে উদ্ধার কোটি কোটি টাকার সোনা, বিএসএফের জালে পাচারকারী

ট্রাকের হোস পাইপে লুকিয়ে সোনা পাচার করা হচ্ছিল।

BSF in Bongaon border booked one for trying to smuggle gold of almost 3 crores | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 26, 2023 9:15 pm
  • Updated:August 26, 2023 9:15 pm  

জ্যোতির্ময় চক্রবর্তী, বনগাঁ: ফের বনগাঁ সীমান্তে সোনা উদ্ধার। এবার প্রায় ৩ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওযানেরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায়। ঘটনায় এক পাচারকারীকেও আটক করা হয়েছে।

বিএসএফের (BSF) জানানো হয়েছে, মোট ৪৫টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এদিন। যার ওজন প্রায় ৫২৪২.৯১০ গ্রাম। ভারতীয় বাজারে এই পরিমাণ সোনার মূল্য প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা। বাংলাদেশ থেকে ভারতে ফেরত আসা একটি খালি ট্রাকের হোস পাইপের কাছে তৈরি গহ্বরে ওই সোনার বিস্কুটগুলি লুকিয়ে আনার চেষ্টা করছিল চালক। কিন্তু শেষরক্ষা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: সাপ ধরতে গিয়ে বিপত্তি, বিষাক্ত গোখরোর ছোবল খেয়ে হাসপাতালে উদ্ধারকারী ]

বিএসএফ জওয়ানদের হাতে আটক ট্রাকচালক সম্রাট বিশ্বাস। জানা গিয়েছে, তার বাড়ি পেট্রাপোল থানার ফিরোজপুর এলাকায়।  এদিন আইসিপি পেট্রাপোলের যানবাহন চেকিংয়ের সময় সন্দেহজনক ট্রাকটির তল্লাশির সময় ট্রাকের হোস পাইপের কাছে তৈরি একটি গহ্বর থেকে টেপ দিয়ে মোড়ানো কাপড়ে বাঁধা ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করেন জওয়ানরা। ২১টি সোনার বিস্কুট-সহ ট্রাক চালককে পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়ার সময় বিএসএফ জওয়ানেরা জানতে পারেন ওই ট্রাকে আরও সোনার বিস্কুট লুকানো রয়েছে।

ফের তল্লাশি চালানো হয়। ট্রাকের ইঞ্জিন খুলে আরও ২৪টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এরপরই সম্রাট বিশ্বাসকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই সোনা এল? তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এমন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন আধিকারিকরা। 

[আরও পড়ুন: চন্দ্রযান ৩-র সফল অবতরণের নেপথ্যে অক্লান্ত পরিশ্রম, প্রশংসা কুড়োচ্ছেন বাংলার কৃষক সন্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement