ছবি: প্রতীকী
বিক্রম রায়, কোচবিহার: সাতসকালে কোচবিহারের (Cooch Behar) সাতভাণ্ডারী সীমান্তে চলল গুলি। গরু পাচারকারী সন্দেহে সীমান্তে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলেই খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই (Sitai) থানা এলাকার অন্তগর্ত সাতভাণ্ডারী সীমান্ত দিয়ে গরু পাচারের (Cattle smuggling) চেষ্টা করছিলেন কয়েকজন। এক ভারতীয় নাগরিক গরু পৌঁছে দিচ্ছিলেন কাঁটাতারের বেড়া পর্যন্ত। বিষয়টি নজরে পড়তেই বাধা দেন ওই সীমান্তে কর্তব্যরত জওয়ানরা (BSF Jawan)। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে গরু পাচারকারীরা। তার ফলে বাধ্য হয়ে পালটা গুলি চালায় সামীন্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে কাঁটাতারে এপারে অর্থাৎ সিতাইয়ে। কাঁটাতারের পাশেই তবে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে মৃত দুই বাংলাদেশীর দেহ।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে সিতাই থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, কীভাবে এই ঘটনা ঘটল, মৃতদের নাম-পরিচয় সম্পর্কে পুলিশ কোনও তথ্য দেয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.