ধৃত অভিযুক্ত। নিজস্ব চিত্র
অর্ক দে, বর্ধমান: পুলিশ পরিচয়ে অন্তঃসত্ত্বা আইনজীবীর উপর হামলা ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমানের শক্তিগড়ে। হামলার ফলে ওই মহিলার মিসক্যারেজ হয় বলে অভিযোগ। দোলের দিনের এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছিল বিভিন্ন মহলে। শুধু তাই নয়, বর্ধমান আদালতের আইনজীবীরা কর্মবিরতিতেও গিয়েছিলেন। সেই ঘটনায় গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রোহিত দাস। বাড়ি শক্তিগড় থানার গাংপুর দিঘিরপাড় এলাকায়। তার দাদা হুগলি জেলার পুলিশের কনস্টেবল পদে রয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজেও পুলিশে কর্মরত বলে পরিচয় দিয়েছিল রোহিত দাস। দোলের দিন দুপুরে বর্ধমানের বিগ বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অন্তঃস্বত্তা রিয়া দাস। তিনি বর্ধমান আদালতের আইনজীবী। তাঁকে বাইক নিয়ে ধাক্কা দেয় রোহিত দাস। প্রতিবাদ করলে মারধর করা হয়। তাঁর পেটে লাঠি মারা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়ে হুমকিও দেওয়া হয়। ঘটনায় মিসক্যারেজ হয় তাঁর।
থানায় গেলে প্রথমে অভিযোগ নেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগও ওঠে। গতকাল মঙ্গলবার ঘটনার প্রতিবাদে আইনজীবীরা পেনডাউনের সিদ্ধান্ত নেন। যদিও পরে থানায় অভিযোগ দায়ের হয়। যদিও বর্ধমান থানার সূত্রে জানা গিয়েছে, সমস্ত অভিযোগ গ্রহণ করা হয়েছিল। দুপক্ষই অভিযোগ জানিয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রাথমিক তদন্তের কাজে কিছু দেরি হয়েছে। পুলিশ তদন্তে নেমে আজ বুধবার সকালে অভিযুক্ত রোহিত দাসকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আজও আদালতে পেনডাউন কর্মসূচি চালাচ্ছেন আইনজীবীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.