Advertisement
Advertisement

পাউন্ড পিছু ৪ টাকা দাম বাড়ছে পাউরুটির

দুর্গোপুজোর ঠিক আগে বা পরে দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Bread Price Likely To Rise Rs 4 Per Pound Before Or After Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 11:07 am
  • Updated:August 23, 2016 11:07 am

স্টাফ রিপোর্টার: দুর্গাপুজোর আগে বা পরে পাউরুটির দাম বাড়ছে রাজ্যে৷ প্রতি পাউন্ডে চার টাকা হারে দাম বাড়তে পারে পাউরুটির৷ এখন রাজ্যে সাধারণ স্লাইস পাউরুটির দাম পাউন্ড পিছু ১৮ টাকা৷ সেই দাম বেড়ে ২২ টাকা হতে পারে৷
লোকসভার সাংসদ ইদ্রিশ আলির মন্তব্য, “যে হারে কাঁচামালের দাম বাড়ছে, তার প্রেক্ষিতে পাউরুটির মূল্যবৃদ্ধি করতেই হবে৷ অন্য বেকারি দ্রব্যের কাঁচামালেরও দাম বেড়েছে অনেকটাই৷”
ইদ্রিশ আলি পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশনের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক৷ তিনি জানান, দুর্গোপুজোর ঠিক আগে বা পরে পাউন্ড পিছু চার টাকা হারে দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যে প্রায় চার হাজার বেকারি রয়েছে৷ তবে গত তিন বছরে পাউরুটির দাম বাড়েনি বলেই দাবি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement