Advertisement
Advertisement

Breaking News

নতুন বউকে টিপ ও লিপস্টিক পরানো নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদে, হাসপাতালে বর!

পাত্র ও পাত্রী পক্ষের হাতাহাতি, হাসপাতালে বর-সহ ৫।

Brawl on bride wearing lipstick, 5 injured in during wedding | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2023 2:36 pm
  • Updated:July 18, 2023 2:36 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: নতুন বউকে টিপ ও লিপস্টিক পরাতে বাধা! তা নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদে। পাত্র ও পাত্রী পক্ষের হাতাহাতি, হাসপাতালে বর-সহ ৫। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা পাত্র মিনারুল শেখ। প্রায় ১১ মাস আগে রঘুনাথগঞ্জের সন্তোষপুরের দেওয়ানপুরের বাসিন্দা জিয়ারুল বিশ্বাসের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু বাবার বাড়িতেই ছিলেন বধূ। গতকাল অর্থাৎ সোমবার ছিল খাওয়াদাওয়ার অনুষ্ঠান। বিকেলে নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে শুরু হয় বউকে সাজানোর কাজ। জানা গিয়েছে, নববধূকে টিপ ও লিপস্টিক পরানো নিয়ে বাধে বচসা। বরের দিদি বলেন, বউমাকে টিপ ও লিপস্টিক পরানো যাবে না। তা মানতে চাননি পাত্রীপক্ষ। অভিযোগ, সেই সময় বরের দিদিকে চড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: দলীয় কার্যালয়ে TMC নেতাকে অকথ্য গালিগালাজ কর্মীদের, বোতল উঁচিয়ে মারার চেষ্টা! ভাইরাল ভিডিও]

এরপরই চরমে ওঠে অশান্তি। মিনারুল শেখ বলেন, তাঁর দিদিকে মারা হয়েছে। তিনিও পালটা আক্রমণ করবেন। তারপরই বউ নিয়ে যাবেন বাড়িতে। এই নিয়ে দুপক্ষের অশান্তি চরমে ওঠে। বরের উপর চড়াও হয় পাত্রীপক্ষ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আহত হন মোট ৫ জন। তার মধ্যে রয়েছে পাত্র মিনারুলও। বর্তমানে হাসপাতালে ভরতি আহতরা।

[আরও পড়ুন: ক্যানিংয়ে বধূর রহস্যমৃত্যু, সাতসকালে ঘর থেকে উদ্ধার গলাকাটা দেহ, খুন নাকি আত্মহত্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement