বাবুল হক, মালদহ: সামান্য জল ফেলাকে কেন্দ্র করে প্রতিবাদ। এর জেরে পুজোর দিনে প্রাণ গেল বৃদ্ধের। মৃতের নাম সুবল কর্মকার (৬৯)। অভিযোগ, জল ফেলার প্রতিবাদ করায় তাঁর মাথায় লোহার রডের বাড়ি মারে পড়শি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় সুবলবাবুর পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ পড়শিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার পুরানিগ্রাম এলাকায়।
জানা গিয়েছে, সুবল কর্মকারের পরিবার কাঠমিস্ত্রির পেশার সঙ্গে জড়িত। প্রতি বছরই বাড়িতে বিশ্বকর্মার পুজো করে থাকেন সুবলবাবু। সোমবার সন্ধ্যায় বাড়িতে পুজো চলছিল। অভিযোগ, সেই সময় বাড়ির সামনে পড়শি নব কর্মকারের পরিবার লাগাতার জল ফেলতে থাকে। পুজোর সন্ধ্যায় এহেন দৃশ্যতে আপত্তি জানান সুবলবাবুর পরিজনরা। এনিয়েই দুই পরিবারের মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, এরপরই প্রতিবেশী নব কর্মকারের দু’ভাই অনন্ত ও অমর কর্মকারকে সঙ্গে নিয়ে গোটা পরিবার মিলে সুবল কর্মকারের পরিবারের উপর হামলা চালায়। লাঠি, লোহার রড দিয়ে সুবলবাবুর উপর হামলা চালায় অভিযুক্তরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বৃদ্ধের তিন ছেলে তপন, চণ্ডী ও রাম কর্মকার।
এদিকে মাথায় লোহার রডের আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুবলবাবু। পরিজন-সহ স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.