প্রতীকী ছবি।
অর্ণব দাস, বারাসত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস! তার পর প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আরও অভিযোগ, প্রেমিকার বাড়ির সদস্যরা বিয়ের প্রস্তাব দিতে গেলে তরুণ বিয়ে করতে রাজি হননি। বরং তাঁর পরিবারের লোকজন প্রেমিকার পরিবারকে হুমকি দেয় বলেই অভিযোগ। বারাসতের দেগঙ্গায় চাঞ্চল্য ছড়াল এমনই ঘটনাকে ঘিরে। প্রেমিকা ও তাঁর পরিবার থানায় অভিযোগ জানাতেই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অর্ঘ্য সরকার। তাঁর বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। হাবড়ার কুমড়া এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বছরখানেক আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় অর্ঘ্যর। অভিযোগ, তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার সহবাস করেন। পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি লুকিয়ে, ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করার অভিযোগও উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।
এর পরই তরুণী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। তার পরই গোটা বিষয়টি জানতে পারে তরুণীর পরিবার। সোমবার অর্ঘ্যর দেগঙ্গার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি তো হয়নি, বরং হুমকি দেয় বলেই অভিযোগ।
সোমবার রাতে তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। এই প্রসঙ্গে তরুণীর এক আত্মীয় জানান, “ওদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা জানতাম। বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু এর মধ্যেই অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল। আমরা কেউই বিষয়টি প্রথমে বুঝতে পারিনি। পরে এনিয়ে যুবকের বাড়িতে গিয়ে আলোচনাও করেছিলাম। কিন্তু সে বিয়েতে রাজি হয়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.