Advertisement
Advertisement

Breaking News

পুলওয়ামা নিয়ে বিতর্কিত পোস্ট, স্টেশনে কান ধরে ওঠবোস করানো হল কিশোরকে

উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরে।

Boy punished for 'anti-national' post

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:February 22, 2019 4:18 pm
  • Updated:February 22, 2019 4:18 pm  

সম্যক খান, মেদিনীপুর: ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে এবার হেনস্তার মুখে পড়ল এক কিশোর। তাকে রীতিমতো কান ধরে ওঠবোস করানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর স্টেশন লাগোয়া এলাকায়। তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

[সোশ্যাল সাইটে পরিচয়, ফুঁসলিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২]

Advertisement

আক্রান্তের নাম অর্ঘ্য দে। মেদিনীপুর স্টেশন লাগোয়া রেলের আবাসনে থাকে সে। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল অর্ঘ্য। এর কয়েক ঘণ্টার পরেই ওই কিশোরের বাড়িতে চড়াও হয় এলাকারই কয়েকজন যুবক। অর্ঘ্যকে তারা আশ্রাব্য গালিগালাজ করে বলে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই কিশোর ক্ষমা চেয়ে নেওয়ায় তখনকার মতো ঝামেলা মিটিয়েও যায়। কিন্তু রাতে ফের অর্ঘ্যকে হেনস্তা করা হয়। মেদিনীপুর স্টেশনে নিয়ে গিয়ে তাঁকে কান ধরে ওঠবোস করানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে। এদিকে এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মেদিনীপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর মৌ রায়।

দিন কয়েক আগে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গণপিটুনির শিকার হন এক যুবক। আক্রান্তের বাড়ির বালুরঘাটেরই উত্তর চকভবানী এলাকায়। কর্মসূত্রে কলকাতায় থাকেন তিনি। দিন কয়েক ছুটিতে বালুরঘাটের বাড়িতে এসেছিলেন সৌম্যদীপ সরকার নামে ওই যুবক। পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের অভিযোগে তাঁকে মারধর ও কান ধরে ওঠবোস করায় কয়েকজন যুবক।

[ বাবুলের নামাঙ্কিত ফলক লাথি মেরে ভেঙে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement