সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাম নবমী নিয়ে তৃণমূল, বিজেপি যেখানে দু’জন দুই মেরুতে অবস্থান করছে, সেখানে এ এক বিরল দৃশ্য। ধর্মীয় মিছিলে একইসঙ্গে পায়ে পা মেলালেন ডায়মন্ড হারবার পুর এলাকার বিজেপি ও তৃণমূল নেতা-কর্মীরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে রামচন্দ্রের মূর্তি নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাশাপাশি হেঁটে গেলেন বিজেপি ও তৃণমূল কর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিছিলের নিরাপত্তার দায়িত্বে ছিল বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: পুরুলিয়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মোদিকে লেখা চিঠি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
রাম নবমীর মিছিল নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল ডায়মন্ড হারবার শহরে। তৈরি হয়েছিল অস্বস্তিকর এক পরিস্থিতি। মিছিলের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল-বিজেপি উভয়েই। এতেই তৈরি হয় জটিলতা। সমস্যা সমাধানে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক দেবময় চট্টোপাধ্যায় দু’পক্ষের সঙ্গেই বৈঠকে বসেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ডায়মন্ড হারবারে রাম নবমীর মিছিল বেরোবে। তবে সেই মিছিল হবে সম্পূর্ণ ধর্মীয়। সেখানে কোনও রাজনৈতিক রং থাকবে না। থাকবে না কোনও দলীয় পতাকাও। আলোচনায় উপস্থিত দুই রাজনৈতিক শিবিরের নেতারাই প্রশাসনের সেই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নেন।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার বিকেলে কপাটহাটে রামের পুজোয় অংশ নেন বিজেপি ও তৃণমূলের নেতা,কর্মী-সহ প্রচুর মানুষ। পুজোর পর কপাটহাট থেকে শুরু হয় মিছিল, যা শেষ হয় মুক্তাঙ্গনের কাছে। ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় তিন কিলোমিটার পথে এদিন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে মিছিলের শুরুতেই সামান্য সমস্যা হয়। ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় হাজির হন মিছিলে। তাতেই আপত্তি জানান তৃণমূল কর্মীরা। তবে কোনও কথা না বাড়িয়ে ফিরে যান নীলাঞ্জনবাবু। ফের স্বাভাবিক ছন্দে শুরু হয় মিছিল।
[আরও পড়ুন: প্রচারে বাইকবাহিনীর বাধা, তৃণমূলের বিরুদ্ধে থানায় বিক্ষোভ সিপিএমের]
লোকসভা ভোটের প্রাক্কালে রাম নবমীর মিছিলে তৃণমূল ও বিজেপির একসঙ্গে অংশ নেওয়া প্রসঙ্গে তৃণমূলের যুব সংগঠনের নেতা তথা পুরসভার বিদায়ী কাউন্সিলর রাজর্ষি দাস বলেন, ‘শ্রীরামচন্দ্র তো কারও একার হতে পারেন না। তিনি হিন্দু ধর্মের সকল মানুষের কাছে শ্রদ্ধার। তাই রাম নবমীর এই মিছিল মানুষের মিছিল, কোনও রাজনৈতিক দলের নয়। তাই আমরাও অংশ নিয়েছি।’ বিজেপি নেতা দেবাংশু পাণ্ডাও তৃণমূল যুব নেতার এই মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে বলেন, ‘এখানে কোনও রাজনীতি কেন থাকবে? এই মিছিল শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানাতে মানুষের মিছিল। তাতে কে বিজেপি, কে তৃণমূল তা বিচার্য নয়। তাই, আমরা সকলেই একসঙ্গে মিছিলে অংশ নিয়েছি।’ খোদ মহকুমাশাসকও বোধহয় ভাবতে পারেননি ভোট লড়াইয়ে এভাবে মিলেমিশে এক হয়ে যাবে যুযুধান দুই প্রধান প্রতিপক্ষ। তবে অশান্তির মাঝে মেলবন্ধনের এই ছবি দেখে খুশি স্থানীয়রা। আর এভাবেই ডায়মন্ড হারবারে অন্য মাত্রা পেল রাম নবমী উৎসব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.