Advertisement
Advertisement

মালদহের মহানন্দা নদীতে নৌকাডুবি, উদ্ধার দু’জনের মৃতদেহ

এখন পর্যন্ত নিখোঁজ বহু মানুষ৷

A over loaded Bote capsized in Mahananda River, 2 diad, more missing
Published by: Tanujit Das
  • Posted:October 3, 2019 9:34 pm
  • Updated:October 3, 2019 9:56 pm  

বাবুল হক, মালদহ: মহানন্দা নদীতে নৌকাডুবি৷ বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ মহানন্দা নদীর জগন্নাথপুর ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ৷ নিখোঁজ বহু৷ নিখোঁজ যাত্রীদের তল্লাশিতে অভিযানে নেমেছে ডুবুরি ও জলপুলিশ৷

[ আরও পড়ুন: ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পাঁচ বছরের শিশু ]

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ জন যাত্রীকে নিয়ে উত্তর মালদহের চাঁচোল থানা থেকে উত্তর দিনাজপুরের ইটাহারের একটি অনুষ্ঠানে যাচ্ছিল নৌকাটি৷ জগন্নাথপুর ঘাটের কাছে হঠাৎই ডুবে যায় সেটি৷ স্থানীয়দের অভিযোগ, মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই করায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে চাঁচোল থানার পুলিশ৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে ডুবুরি৷ তল্লাশি অভিযানে সাহায্য করছে স্থানীয়রাও৷

[ আরও পড়ুন: জেএনইউ জয়ের পর ঘরে ফিরল দুর্গাপুরের ঐশী, পুজো কাটবে বামপন্থী বইয়ের স্টলে ]

স্থানীয়দের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার হাট থাকার কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করছিল নৌকাগুলি৷ যা নিয়ে মৃদু ক্ষোভও প্রকাশ করেন অনেক যাত্রী৷ মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এমনিতেই মালদহের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে৷ ফুঁসছে মহানন্দা৷ এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উৎসবের মরশুমে এই দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement