শেখর চন্দ্র, আসানসোল: জামতাড়া মানেই হ্যাকারদের স্বর্গরাজ্য। জামতাড়া নিয়ে তৈরি হয়েছে ওয়েবসিরিজও। এই নামটা শুনলেই মনে হয়, এই বুঝি সব লোপাট হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আসানসোল-ঝাড়খণ্ড সীমানার বাঙালি প্রধান সেই জামতাড়া এবার একেবারে অন্য কারণে শিরোনামে। এখানেই হয়ে গেল প্রথম বইমেলা। ঝাড়খণ্ডের যে জেলাকে শুধুমাত্র অপরাধীদের মুক্তাঞ্চল বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সেই জামতাড়া নজির গড়ল সাঁওতাল পরগনার প্রথম বাংলা বইমেলার আয়োজন করে।
ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বাঙালিরা আয়োজন করেন এই বইমেলার। দুই রাজ্যের বাঙালি, কবি, সাহিত্যিক বুদ্ধিজীবীদের মিলন উৎসবে এই বইমেলা ছিল জমজমাট। এই জামতাড়া জেলারই কার্মাটারে বিদ্যাসাগর নিজের জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন। আর তাই জামতাড়ায় প্রথম বইমেলাও বিদ্যাসাগরের নামেই উৎসর্গ করা হল। গত ২৮, ২৯ এবং ৩০ জুলাই জামতাড়াতে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। জামতাড়া সেন্ট অ্যান্থনি স্কুল প্রাঙ্গণে এই বইমেলা এবং লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়।
শুধু ঝাড়খণ্ডের নয়, আসানসোল থেকে কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের উপস্থিতি এই মেলাকে সমৃদ্ধ করেছে। আয়োজকদের মধ্যে বিশিষ্ট গবেষক ও লেখক নবারুণ মল্লিক জানান, “বহু বছরের স্বপ্ন ছিল জামতাড়ায় বাংলা বইমেলা হবে। জামতাড়ায় বহু বাঙালি রয়েছেন যাঁরা এই রাজ্যকে সমৃদ্ধ করেছেন সংস্কৃতি মাধ্যমে। এঁদের সবার সহযোগিতা নিয়েই এই বইমেলা এবং লিটিল ম্যাগাজিন মেলা করতে পেরেছি। আমরা আয়োজনের কোন ত্রুটি রাখিনি। প্রথম বছর বলে হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে।” বেশ কিছু প্রকাশক এই বইমেলায় অংশ নিয়েছিলেন। পাশাপাশি দুই রাজ্যের প্রচুর বাংলা লিটল ম্যাগাজিন স্টল করা হয়েছিল। কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিল সংগীত পরিবেশন আলোচনা সভা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির।
আসানসোলের বিশিষ্ট চিকিৎসক ও কবি ডাক্তার অরুনাভ সেনগুপ্ত জানান, “আমরা দুটি গাড়ি মিলে আসানসোল থেকে বেশ কয়েকজন রওনা দিয়েছিলাম জামতাড়ায়। জামতাড়াকে দাগিয়ে দেওয়া হয়েছে অশোভন কলঙ্কের জন্য়। কিন্তু সাঁওতাল পরগনার প্রথম বইমেলায় আমরা যে আমন্ত্রণ ও আতিথেয়তা পেয়েছি, তা আমাদের কাছে সৌভাগ্যের। অসাধারণ আয়োজন প্রতিবছর যাব।” তবে শুধু আসানসোল থেকেই নয়, এ রাজ্যের কলকাতা থেকে এবং অন্যান্য জেলা থেকেও প্রচুর কবি জামতাড়ায় এই প্রথম বইমেলায় উপস্থিত হয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.