Advertisement
Advertisement
PM Modi

পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন, এবার মোদিকে নিয়ে বাংলায় বই প্রকাশ করবে বিজেপি!

পুজোর পরেই প্রকাশিত হতে পারে বইটি।

Book about PM Modi will be released in Bengali। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 24, 2022 9:54 am
  • Updated:August 24, 2022 9:54 am

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: পুজোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপর লেখা ‘মোদি@২০’ শীর্ষক বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করা হবে রাজ্যে। অক্টোবরে বাংলায় বইপ্রকাশ অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda)। বইটিকে সামনে রেখে প্রচার কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় বিজেপি।

দেশের সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে বইটিকে সামনে রেখে প্রচার করবে তারা। ২০২৪ সালে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে বইটিকে। ইতিমধ্যেই দুশোটি বইপ্রকাশের অনুষ্ঠান সেরে ফেলেছে বিজেপি। দেশের সমস্ত রাজ্যে বিজেপির তরফে বইপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হবে ঠিকই। তবে, সেখানে মোদি-স্তুতির পাশাপাশি বিরোধীদের আক্রমণও করবেন বিজেপির প্রথম সারির নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা। মঙ্গলবার দিল্লি বিজেপির অনুষ্ঠানে নাড্ডার দীর্ঘ ভাষণে সেই চিত্রই ধরা পড়েছে। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রীর প্রশস্তি, অন্যদিকে বিরোধীদের তীব্র আক্রমণ- অনুষ্ঠানগুলিতে এভাবেই দলীয় প্রচারের পরিকল্পনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় বাঁশের বাড়ি তৈরিতে আগ্রহী মার্কিন সংস্থা, সুযোগ ৪৫ হাজার কর্মসংস্থানেরও]

নাড্ডার ভাষণেও তা লক্ষ করা গিয়েছে। এদিন প্রশাসক হিসাবে নরেন্দ্র মোদির কুড়ি বছরের খতিয়ান পেশের পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে নাড্ডা দাবি করেন, “বিজেপি খয়রাতি করে না, দেশকে শক্তিশালী করার কাজ করে।” পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী যে দেশের সেবাকেই ব্রত হিসাবে নিয়েছেন, সেই দাবির পাশাপাশি নাড্ডা জানান, ‘সেবা হি সংগঠন’ কর্মসূচির নাম মোদিরই ঠিক করে দেওয়া।

নাড্ডা জানান, বইয়ের প্রস্তাবনা লিখেছেন প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এছাড়া অমিত শাহ, এস জয়শংকর, অজিত ডোভালের পাশাপাশি পি ভি সিন্ধু, নন্দন নিলেকানি, শিল্পপতি উদয় কোটাক-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ বইটিতে লিখেছেন মোদিকে নিয়ে।

[আরও পড়ুন: পুজোয় অনুদানের ২৫৮ কোটিতে কী কী উন্নতি হত রাজ্যে? হিসাব দিল BJP, পালটা জবাব তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement