জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বৃহস্পতিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় নাম না করে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ (Gopal Seth)। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করেন তিনি। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
এদিন বাগদা থানার হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে বেলা এগারোটা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছিল। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছাড়াও বাগদা পূর্ব পশ্চিম ব্লক সভাপতি এবং একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তাঁকে “দামড়া গরু রাস্তার ভ্যা ভ্যা করে বেড়াচ্ছে” বলে আক্রমণ করেন গোপাল শেঠ। তিনি আরও বলেন, “যাদের বাবা-মায়ের ঠিক নেই তারা বাবা-মা নিয়ে এমন মন্তব্য করতে পারে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে গিয়েছিল তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধিদল। সেখানে রাজ্যপালের কাছে ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজারা আবেদন করেন, যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।
এরপরই আবার দিলীপ ঘোষ বলেন, ”যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী ‘ন্যাকা’ বলে অসম্মান করেন সেই রাজ্যপালের পায়ে পড়ছেন আজ তাঁরা আমাকে গ্রেপ্তার করানোর জন্য! লজ্জা করে না তৃণমূলের? দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক তৃণমূল!!”, এমন মন্তব্য করেন তিনি। তার পালটা দিয়ে আবার স্কুলে গিয়ে নতুন করে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান।
এমন পরিস্থিতিতেই গোপাল শেঠের ‘দামড়া গরু’ মন্তব্য নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেছেন, “দিলীপদা নির্বাচিত সাংসদ, আমাদের দলের সহ-সভাপতি। যিনি এই কুরুচিকর মন্তব্যগুলি করেছেন তার নাম আমি মুখে আনতে চাই না। এটাই তৃণমূলের কালচার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.