নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: মুদির দোকানের আড়ালেই তৈরি হচ্ছে জাল শংসাপত্র! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর রেলগেট চত্বরে হানা দিয়ে এই চক্রের পর্দাফাঁস করল গাইঘাটা থানার পুলিশ৷ একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা৷
চোখের সামনে দেখলে মনে হত একটি আস্ত মুদির দোকান৷ মুদির দোকানে যা যা পাওয়া যায়, সবই বিক্রি হত৷ ক্রেতাও যে নেই, তা নয়৷ ফুলেফেঁপেই উঠেছিল ব্যবসা৷ কিন্তু মুদির দোকানে আড়ালে যে জাল শংসাপত্র কারবার চলত, তা কে জানত! বেআইনি কারবারের পর্দাফাঁস করল গাইঘাটা থানার পুলিশ৷ গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঠাকুরনগর রেলগেটের কাছে ওই মুদির দোকান থেকে পুলিশ প্রচুর জাল শংসাপত্র উদ্ধার করল৷ তদন্তকারীরা জানিয়েছেন, টাকা দিলেই ওই দোকান থেকে স্কুলের যেকোনও বড় পরীক্ষার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এমনকী জন্ম ও মৃত্যুর সার্টিফিকেটও পাওয়া যেত! মঙ্গলবার সকালে যখন দোকানে তল্লাশি করতে যায় পুলিশ, তখন বাধা দেওয়ার চেষ্টা করেন দোকান মালিক৷ সেই বাধা অগ্রাহ্য করেই তল্লাশি চালান পুলিশকর্মীরা৷ তাতেই ঝুড়ি থেকে বেরিয়ে পড়ে সাপ!
কিন্তু, এত সার্টিফিকেট কোথা থেকে পেলেন? সদুত্তর দিতে পারেননি দোকানমালিক গুরুবর বাইন৷ তদন্তকারীদেরও আর বোঝার কিছুই বাকি থাকে না৷ সত্তরোর্ধ্ব গুরুবরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গুরুবর বাইনের বাড়ি বনগাঁর শিমূলপুরে৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ মুদি দোকানের আড়ালে কীভাবে জাল শংসাপত্রের কারবার চলত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না, গুরুবরকে জেরায় সেই তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ৷ এদিকে এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.