Advertisement
Advertisement

শরীরে দুটি জরায়ু, অন্তঃসত্ত্বার প্রাণ বাঁচাল বনগাঁ মহকুমা হাসপাতাল

মা ও শিশু দু"জনই সুস্থ।

Bongaon hospital saves life Of woman
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 23, 2018 5:31 pm
  • Updated:December 24, 2018 7:51 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: শরীর একটা, কিন্তু জরায়ু দুটি। উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতালে অস্ত্রোপচার করে প্রসূতি ও নবজাতকের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা।  তাঁদের বক্তব্য, বিরল তো বটেই, এক্ষেত্রে মহিলাদের পক্ষে গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখাই রীতিমতো চ্যালেঞ্জিং। মা ও শিশু দু’জনেই এখন পুরোপুরি সুস্থ বলে জানা গিয়েছে।

[মৃত্যুর মুখ থেকে ফিরেই ফের সাপ উদ্ধারে ছুট পশুপ্রেমী চন্দনের]

Advertisement

বনগাঁ ঠাকুনগরের বাড়ি গৃহবধূ সাথী বাড়ুইয়ের। গত রবিবার প্রসবযন্ত্রণা নিয়ে তিনি ভরতি হন বনগাঁ মহকুমা হাসপাতালে।  চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সাথীর। শেষপর্যন্ত অপারেশন করেই সন্তানকে ভূমিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, অপারেশন করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের! তাঁরা দেখেন, ওই গৃহবধূর শরীরে দুটি জরায়ু। একটিতে ভ্রুণ থাকলেও, অপরটিতে নেই। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে অপারেশন। সন্তানের জন্ম দেন সাথী। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দু’জনেই এখন সুস্থ।চিকিৎসক মহলের বক্তব্য, মহিলার শরীরের দুটি জরায়ু থাকার ঘটনা অত্যন্ত বিরল। এক্ষেত্রে গর্ভের সন্তানকে বাঁচিয়ে রাখা রীতিমতো চ্যালেঞ্জিং। এমনকী, প্রাণসংশয় হতে পারে প্রসূতিরও। জেলা হাসপাতালে সীমিত পরিকাঠামোয় রোগীর সফল অস্ত্রোপচার করে অসাধ্যসাধন করেছেন বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা। সাথী বাড়ুইয়ের বক্তব্য, ‘জানতামই না, যে শরীরে দুটি জরায়ু। ডাক্তারবাবুরা ভগবান। ওনারা না থাকলে হয়তো মরেই যেতাম। ’

[ কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ব্যক্তির দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement